বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার  পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মানববন্ধন

সিলেটের গোয়াইনঘাটে সেনাবাহিনীর হাতে ভারতীয় পণ্য জব্দঃ আটক দুই

 

আখলাক হুসাইন, সিলেট থেকে:

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সংলগ্ন সেনা ক্যাম্প থেকে পরিচালিত পৃথক দুইটি অভিযানে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় জিলেট ব্লেড, লেহেঙ্গা ও কসমেটিক জব্দ করেছে সেনাবাহিনী। এসময় ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়।

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (২৫এপ্রিল) রাত সাড়ে ৮টায় ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি টহল টিম গোয়াইঘাট উপজেলার ফতেপুর বাজারের উত্তর-পশ্চিমে লামা ফতেপুর এলাকায় অভিযান পরিচালনা করে। স্পটে গিয়ে ২জন ব্যক্তিসহ মিনি ট্রাক ও একটি গোডাউন থেকে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী আটক করে।

আটককৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লামা ফতেহপুর গ্রামের আব্দুল লতিবের ছেলে হানিফ আহমেদ ও একই উপজেলার নারাইনপুর গ্রামের আহমদ আলীর ছেলে জুমান আহমেদ।

এদিকে পৃথক আরেক অভিযানে রাত ১০ টার দিকে ২৭ বীর ইউনিটের টহলটিম গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামের ১টি গোডাউন থেকে ভারতীয় অবৈধ বিভিন্ন ধরনের পণ্য আটক করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে ২৮০ পিস স্কিন ব্রাইট ক্রিম, ১৬০ পিস ক্লপ জি ক্রিম, ৫ কার্টন জিলেট ব্লেড, ২১৩ পিস স্ক্রিন সাইন ক্রিম ও ৪৩৯ পিস ভারতীয় লেহেঙ্গা রয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পৃথক দুটি অভিযানে আটক দুইজন সহ জব্দকৃত মালামাল সমূহ শনিবার (২৬ এপ্রিল) প্রথম প্রহরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানানো হয় উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত