মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতাঃ
নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবকদলের নেতা আরিফ শাহ রনির বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব হাজীপাড়ায় এ ঘটনা ঘটেছে। আরিফ শাহ রনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নং ওয়ার্ড তেজগাও কমিটির সদস্য।
আরিফ শাহ রনি জানান, তিনি ঈদে বাড়িতে এসেছেন। আজই তার ঢাকা যাওয়ার কথা। এমতাবস্থায় আজ সকালে বাড়ি সামনে টিনের বেড়ার ভেতরের বাঁশের খুটির সাথে ঝুলানো অবস্থায় আমার মা একটি পলিথিন ব্যাগ দেখতে পান। তিনি আমাকে ডেকে ব্যাগটি দেখালে তাতে দেখা যায় ৫টি পেপসি কোলার কাচের বোতলের মাথায় কাপড়ের সলতে দেয়া।
এমন পরিস্থিতিতে আমরা তাৎক্ষণিক আশপাশের লোকজনকে ডেকে দেখাই। এরপর ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে গেছে। ্এ ঘটনায় আমি আশঙ্কা করছি যে, আমাকে ফাঁসানোর জন্য কেউ ষড়যন্ত্র করেছে। ধারণা করছি স্থানীয় আওয়ামীলীগের দোসররা এমন কান্ড ঘটিয়ে থাকতে পারে। এব্যাপারে আমি তদন্ত পূর্বক দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
রণির মা আফরোজা বেগম বলেন, সকালে বাড়ির গেট খুলতেই টিনের বেড়ার খুটির সাথে ওই ব্যাগটি দেখতে পাই। যা কোথা থেকে এসেছে বা কে রেখে গেছে তা আমি জানিনা। সেজন্যই আমার ছেলেকে ডেকে ব্যাগটি দেখাই। সে দেখে বুঝতে পারে এগুলো পেট্রোল বোমা। যা পরে লোকজনকে এবং পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ওই বোমাগুলো উদ্ধার করে নিয়ে গেছে।
বোতলাগাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া বলেন, রনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নং ওয়ার্ড কমিটির সদস্য। সে ঈদে বাড়ি এসেছে। আওয়ামীলীগের লোকজন যারা বিগত ১৫ বছর আগুন সন্ত্রাসসহ নানা অপকর্ম করেছে। তারাই রনি বা বিএনপিকে বিতর্কিত করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে। যাতে সৈয়দপুরের পরিস্থিতি অস্থিতিশীল করে ফ্যাসিস্টরা ফায়দা নিতে পারে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, এটা কোন ব্যাপার নয়। কেউ অভিযোগও দেয়নি। তবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বোতলাগাড়ী ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর ফাতেমা বেগমের স্বামী আনোয়ার হোসেন বলেন, রনির বাড়ি লোকজনের চিৎকার চেচামেচি শুনে আমরা দ্রুত তাদের বাড়িতে গিয়ে দেখতে পাই একটি লাল-সাদা পলিথিনের ব্যাগে ৫টি বোতল রাখা। এগুলো পেট্রোল বোমা হতে পারে সন্দেহে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ তা উদ্ধার করে নিয়ে গেছে। তবে এগুলো কে বা কারা এখানে রেখেছে তা জানা যায়নি।
পেট্রোল বোমা উদ্ধার হওয়ায় এ ঘটনায় সোস্যাল মিডিয়াসহ সমাজের সর্বস্তরে চলছে ব্যাপক তোলপার। ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি উঠেছে জোড়ালোভাবে। (ছবি আছে)
মোঃ জাকির হোসেন,
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
মোবাইল -০১৭৫১৯৯১৭০০
তারিখ -১০-০৪-২০২৫ ইং