শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মেহেরপুর বাগোয়ানের আওয়ামী লীগ নেতা মিঃবাবুল মল্লিক আটক নওগাঁ বিশেষ অভিযান চালিয়ে চাকরাইল বিএমপির নেতার বাড়ী থেকে লিটনের এপিএস টিটু গ্রেপ্তার  বোয়ালমারী তে দুর্ধর্ষ ডাকাতি রাজনৈতিক উত্তেজনায় কুড়িগ্রাম উত্তপ্ত, যুবলীগ নেতাসহ আটক ৬ ফুলবাড়ীতে চোরাই চার্জার ভ্যানের মালামালসহ চোর চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। হাতিয়ায় হলিশ সহ ৬টি ট্রলারে ৯৩জন জেলেকে আটক করেছে কোষ্টগার্ড হাটহাজারীতে আওয়ামীলীগ নি-ষি-দ্ধের দা-বীতে বি-ক্ষো-ভ মি-ছিল ও সমাবেশ কুড়িগ্রামের উলিপুরে সালিশের নামে ন্যায়বিচারহীনতার নজির নওগাঁয় সার্ভেয়ার আমিন সমিতির সদস্য মরহুম চানমিয়ার মৃত্যুর সৎ কাজের জন্য আর্থিক অনুদান প্রদান আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

হাটহাজারীতে আওয়ামীলীগ নি-ষি-দ্ধের দা-বীতে বি-ক্ষো-ভ মি-ছিল ও সমাবেশ

মোহাম্মদ ঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
আজ শুক্রবার জুমার নামাজের পর ‘হাটহাজারী ছাত্র জনতা মঞ্চে’র উদ্যোগে হাটহাজারী ডাকবাংলো চত্বরে যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে চলমান আন্দো-লনকারীদের প্রতি সং-হতি জানিয়ে এক বি-ক্ষো-ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে হেফাজতের যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আজকে দশ মাস পার হয়েছে। আওয়ামী লীগ নি-ষি-দ্ধের দা-বিতে সরকারের রীতিমতো প্রসব বেদনা থাকার কথা ছিল। কিন্তু তা না করে তারা ফ্যা-সিস্ট হাসিনার রাষ্ট্রপতি আবদুল হামিদকে রাতের আঁধারে ঢাকঢোল পিটিয়ে পরিবারসহ দেশত্যাগের সুযোগ করে দিয়েছে।আমরা গণ-হ-ত্যা-কারী আওয়ামী স্বৈ-রা-চারের দোসরদের পালিয়ে যাওয়ার সুযোগ দেয়ার তীব্র প্রতি-বাদ জানাচ্ছি। সহস্রাধিক শহি-দের প্রাণের বিনিময়ে ইতিহাসের অন্যতম সফল র-ক্তা-ক্ত গণ-অভ্যুত্থানের বৈধতার ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু নজিরবিহীন জনসমর্থন থাকা সত্ত্বেও জুলাই বিপ্লবের প্রথম দাবি শাপলা চত্বর ও জুলাইয়ের গণ-হ-ত্যা-কারী আ’লীগকে নি-ষিদ্ধ করার ক্ষেত্রে গড়িমসি করছে সরকার। আমরা মানবতার শ-ত্রু আ’লীগকে স-ন্ত্রা-সী সংগঠন হিসেবে দ্রুত নি-ষিদ্ধ ও বি-চারের দা-বি আদায় না হওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মীসহ সমগ্র ছাত্র-জনতাকে রাজপথ আঁকড়ে থাকার আহ্বান করছি।

এতে আরো বক্তব্য রাখেন,হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরিস নদভী,হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাফর,হেফাজতের কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মুহাম্মদ আহসান উল্লাহ মাস্টার,হেফাজতের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম,হেফাজতের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া,মাওলানা ওজাইর আহমদ হামিদি,মাওলানা আসাদুল্লাহ,মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা জিহাদুল ইসলাম,মাওলানা জিয়াউল কবির,মাওলানা জাকারিয়া, শহিদুল ইসলাম, ওবায়দুর রহমান, আবরার মিরাজ চৌধুরী, মঈনুল ইসলাম, আসিফ আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে হাটহাজারী মাদ্রাসার প্রধান ফটক এক বিশাল বিক্ষোভ মিছিল হাটহাজারীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী ডাক বাংলো চত্বরে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত