সোমবার, ১৯ মে ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
মো: হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ডের যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত রব বাহিনীর ৩ জন সক্রিয় সদস্যকে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ২ টি দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড।
আটককৃত ডাকাত মোঃ মোস্তফা (৫০), মোঃ মিরাজ (৪৫) ও মোঃ সবুজ (৪২) সকলেই নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন টাংকির ঘাট এলাকার বাসিন্দা।
সোমবার (১৯ মে) সকালে কোস্টগার্ডের দক্ষিন জোন মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার হারুনুর রশীদ এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ নোয়াখালীর হাতিয়ায় টাংকির ঘাট এলাকায়
দুর্ধর্ষ রব বাহিনীর একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন ব্যবসায়ী মহল ও সমূদ্রগামী বোটের নিকট প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলণ, ডাকাতি, জমি দখল ও বিভিন্ন অপকর্মসহ অবৈধ উপায়ে মাছঘাট পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে রবিবার রাত ৮ টা থেকে আজ ১৯ মে ২০২৫ তারিখ ভোর ৫ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া এবং নৌ পুলিশ এর সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত রব বাহিনীর প্রধান আব্দুর রব এর বাড়ি তল্লাশী করে ৩ জন দুর্র্ধর্ষ ডাকাত, ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ২ টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
এ সময় তিনি বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে।