বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
মো: হানিফ উদ্দিন সাকিব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার শিক্ষার্থীদের সংগঠন হাতিয়া স্টুডেন্ট ফোরাম, চবি এর ৭ম কার্যকরী কমিটি গঠিত হয়েছে। সংগঠনের আহবায়ক কমিটি ও উপদেষ্টারা আজ অনলাইনে এই কমিটি প্রকাশ করেন। মো: শিহাব উদ্দিনকে সভাপতি ও আমিনুল ইসলাম রিমনকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এছাড়াও মঞ্জুর মোর্শেদ জিহাদ ও তামজিদ উদ্দিন কে সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক হিসেবে উবায়দুর রহমান, অর্থ সম্পাদক হিসেবে – মো: সাইফ হাসান ও দপ্তর সম্পাদক হিসেবে আব্দুস সাদেক নির্বাচিত হয়েছে। উল্লেখ্য ২০১৪ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাতিয়া স্টুডেন্ট ফোরাম তার কার্যক্রম পরিচালনা করে আসছে। উক্ত সংগঠন বিভিন্ন সময়ে হাতিয়ার শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও ক্যারিয়ার সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।