বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সৌরভের চিকিৎসায় হিমশিম খাচ্ছেন বাবা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ার কৃতি সন্তান বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী সৌরভ ইসলাম (২৭)।ঢাকার মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে জীবন-মরণ সংগ্রামে লড়ছেন।
গুলিবিদ্ধ সৌরভের চিকিৎসা এখন অর্থ সংকটে থমকে গেছে। কৃষক বাবা চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন।
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব শটিবাড়ি গ্রামের এই তরুণ বর্তমানে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে দুশ্চিন্তায় দিশেহারা তার কৃষক বাবা ওসমান গনি। গত বছরের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে মিরপুর-১০ নম্বর এলাকায় পুলিশের গুলিতে ডান পায়ে গুলিবিদ্ধ হন সৌরভ। গুলি তার হাঁটুর পাশে ঢুকে ভেতরে ব্যাপক ক্ষতি করে। প্রথমে শেওড়াপাড়া আল হেলাল হাসপাতালে, পরে সোহরাওয়ার্দী হাসপাতাল হয়ে তাকে ভর্তি করা হয় ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অস্ত্রোপচারে তার পায়ে প্লেট ও স্ক্রু বসানো হয়। সৌরভ জানান, “আমি পড়াশোনার পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। গুলিবিদ্ধ হওয়ার পর চাকরিটিও চলে গেছে। চিকিৎসার খরচ চালাতে আমার মায়ের সোনার গহনা এবং বাবার সঞ্চিত টাকা শেষ হয়ে গেছে। এমনকি ধারদেনা করেও চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে। সৌরভের চিকিৎসা বর্তমানে ব্যয়বহুল ফিজিওথেরাপি, নিয়মিত ঔষধপত্র এবং অপারেশন কেন্দ্রিক খরচে প্রতিদিন গড়ে ২ থেকে আড়াই হাজার টাকা লেগে যাচ্ছে। এর মধ্যে রয়েছে একটি জটিল ও ব্যয়বহুল ‘নিই রিপ্লেসমেন্ট সার্জারি’, যার জন্য প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা।
সৌরভের বাবা বলেন, আমার ছেলে দেশের গণতন্ত্রের জন্য রাস্তায় নেমেছিল, কিন্তু আজ সেই সন্তানকে উন্নত চিকিৎসা দিতে না পেরে নিজেকে অপারগ মনে হচ্ছে। সরকার বলেছে আহতদের সহায়তা করবে, কিন্তু এখনো কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। তিনি আরও জানান, কিছু সংগঠন যেমন সংযোগ ফাউন্ডেশন এবং জুলাই ফাউন্ডেশন কিছু আর্থিক সহায়তা করেছে, কিন্তু তা চিকিৎসার প্রাথমিক পর্যায়েই ব্যয় হয়ে গেছে।
সৌরভ বলেন, “আমি একটা ল্যাপটপ চেয়ে দরখাস্ত করেছিলাম যেন ফ্রিল্যান্সিং করে অন্তত কিছু আয় করতে পারি, সেটিও পাইনি। আমি শুধু প্রশ্ন রাখতে চাই, আমি কি দেশের বোঝা হয়ে গেলাম? যে দেশের জন্য লড়লাম, সেই দেশ কি আমার পাশে দাঁড়াবে না? বর্তমানে সৌরভ শারীরিক এবং মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন। দেশের বিত্তবান ব্যক্তি, মানবাধিকার সংস্থা ও সরকার, সবার কাছে একটাই আবেদন তার উন্নত চিকিৎসার জন্য যেন সহযোগিতার হাত বাড়ানো হয়। যারা সাহায্য করতে চান, তারা নিচের তথ্য অনুযায়ী যোগাযোগ করতে পারেন: সৌরভ ইসলাম, শিক্ষার্থী, 01997845312, ঠিকানা: রাজীব শটিবাড়ি, টেপামধুপুর ইউনিয়ন, কাউনিয়া, রংপুর। বর্তমান ভর্তি, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যাণপুর, ঢাকা। ###