মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ০৫ নং পারকৃষ্টপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে রিয়াদ হোসেন নামে এক ব্যাক্তিকে হাসুয়ার আঘাতে হত্যা করা হয়েছে ।
রিয়াদ ছয়ঘরিয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সে দর্শনা বিপ্রদাস মাধ্যমিক বিদ্যালেয়র ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো ।
উক্ত ছয়ঘরিয়া গ্রামে তার পিতার সাথে হযরত আলী (৩০) নামের একজন ব্যাক্তির সাথে পূর্বে দ্বন্দ্ব ছিল । তারই জের ধরে হযরত আলী জিয়াউর রহমানের বাড়ীতে গিয়ে তাকে না পেয়ে তার পুত্র রিয়াদকে কুপিয়ে হত্যা করে।
গঠনাটি ঘটেছে আজ সোমবার বিকেলে জিয়াউর রহমানকে মারতে আসে হযরত আলী (৩০) তাকে না পেয়ে তার স্কুল পড়ুয়া শিশুপুত্র রিয়াদকে ঘরের ভিতর ঘুমিয়ে ছিলো আর সেই সুযোগে হযরত আলী রিয়াদকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় । প্রাথমিকভাবে এ তথ্যই জানা গেছে।