বুধবার, ২১ মে ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সাভারের আ.লীগ নেতার সাথে এক ব্যবসায়ী এর ছবি এডিট করে অপপ্রচার- নুরুজ্জামান প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চাকুরী জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে হরিপুরে পানিতে তলিয়েছে পাকা ধানের খেত, মাথায় হাত কৃষকের ! রংপুরে অটো চালক শাওন হত্যা মামলার আরও এক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার ঠাকুরগাঁওয়ে দলিল লেখক সমিতির চাঁদাবাজি–বছরে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ । ঠাকুরগাঁওয়ে হরিপুরে পানিতে তলিয়েছে পাকা ধানের খেত, মাথায় হাত কৃষকের ! ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ পদে পদে ব্যর্থ! ঠাকুরগাঁওয়ে মাত্র ১০ থেকে ২০ টাকায় মামলা নিষ্পত্তি হয় যে আদালতে ! শেরপুরে বিদেশী মদ,পিকআপ সহ দুই মাদক কারবারি গ্রেফতার

দামুড়হুদায় সমবায় নেতৃবৃন্দের অংশগ্রহণে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স ও দক্ষতা বৃদ্ধিতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।

 

মো: মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

সমবায়ী নেতৃবৃন্দের অংশগ্রহণে ও তাদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় এক সচেতনতামূলক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বুধবার (২১ মে ২০২৫) সকালে দামুড়হুদা উপজেলার আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আয়োজিত দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা সমবায় কার্যালয়, দামুড়হুদা, চুয়াডাঙ্গা।

কর্মশালায় সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি ছাড়াও অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা । মূল উদ্দেশ্য ছিল সমবায়ী ব্যক্তিদের কর্মজীবনে অন্তর্ভুক্ত করা ও তাদের জন্য টেকসই উন্নয়নের সুযোগ তৈরি করা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব তিথি মিত্র উপজেলা নির্বাহী অফিসার দামুড়হুদা, চুয়াডাঙ্গা। কাজী বাবুল হোসেন জেলা সমবায় অফিসার, মোঃ হারুন-অর – রশীদ উপজেলা সমবায় অফিসার ও সহকারী পরিদর্শক উপজেলা সমবায় কার্যালয় দামুড়হুদা, মোঃ আবুল কালাম আজাদ পরিদর্শক জেলা সমবায় কার্যালয় চুয়াডাঙ্গা, মাহমুদ হাসান মালিক পরিদর্শক জেলা সমবায় কার্যালয় চুয়াডাঙ্গা, মোছাঃ নারগিছ আক্তার পরিদর্শক জেলা সমবায় কার্যালয় চুয়াডাঙ্গা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিটি মানুষ—যে কোনো ধরনের শারীরিক সক্ষমতা থাকুক না কেন—উৎপাদনশীল শ্রমশক্তি হিসেবে অবদান রাখতে পারে। সমবায়ী ব্যক্তিদের উপযুক্ত প্রশিক্ষণ, সহায়ক পরিবেশ ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে তারা সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত হয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

কর্মশালায় আরও জানানো হয়, সমবায়ী অধিকার ও সুরক্ষা আইন অনুযায়ী কর্মসংস্থানে তাদের জন্য ন্যায্য অংশ নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্ব । এ লক্ষ্য বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্হানীয় সরকার মন্ত্রণালয় ‘সমবায়’ অধিদপ্তর দীর্ঘদিন ধরে সমবায়ী নেতৃবৃন্দদের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে।

সমবায়ী ব্যক্তিদের সক্ষমতা কাজে লাগিয়ে তাদের আত্মনির্ভরশীল করতে এই ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করা প্রয়োজন বলে মত দেন আলোচকরা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত