বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দুদকের চোখে চৌদ্দগ্রামের সড়ক প্রকল্প: ১.৬৮ কোটি টাকার উন্নয়ন কাজ ঘিরে দায়মুক্ত দুর্নীতির আলামত কুড়িগ্রামে নিজের দেওয়া ফাঁদে নিজেই নিহত স্বৈরাচারের দোসর কীভাবে বিআরডিবির চেয়ারম্যান?—সাধারণ মানুষের তীব্র প্রশ্নে মুখর ব্রাহ্মণপাড়া বগুড়ায় অটোরিকশা চালক হত্যা মামলায় মৃত্যুদন্ড ২ হাতিয়া স্টুডেন্ট ফোরাম, চবি’র ৭ম কার্যকরী কমিটি গঠন নোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সাটিফিকেট প্রদান মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা ও র‍্যফেল ড্র অনুষ্ঠিত গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত

দৈনিক দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি আবু সাঈদের প্রিয় বাবা আলহাজ্ব মোহাম্মদ হোসেন আর নেই

এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ দৈনিক দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি আবু সাঈদের প্রিয় বাবা, রায়গঞ্জ হাই স্কুলের সাবেক শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টার  আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টার একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি দীর্ঘদিন ধরে রায়গঞ্জ হাই স্কুলে শিক্ষকতা করেছেন এবং শিক্ষাক্ষেত্রে তার অমূল্য অবদান রেখেছেন। তিনি দেওয়ানের খামার ও বাবুরহাট (চরভূরুঙ্গামারী) এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষক সমাজ, শিক্ষার্থীরা, সহকর্মী এবং এলাকার জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টারের ছেলে আবু সাঈদ বাবু, যিনি দৈনিক দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে ওই ইউনিটির সক্রিয় সদস্য, তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আজ বাদ আসর (৪ ঘটিকার সময়) তাঁর নিজ বাসভবন, দেওয়ানের খামারে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য তাঁর মরদেহ নেওয়া হবে।

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শোক প্রকাশ:

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল সদস্য মরহুম আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। ইউনিটির পক্ষ থেকে জানানো হয়, “আমরা একজন বরেণ্য শিক্ষক ও সৎ মানুষকে হারালাম, যিনি শুধু শিক্ষাক্ষেত্রে নয়, তাঁর চরিত্র এবং নৈতিকতার মাধ্যমে আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টার একজন ধার্মিক, সৎ ও আস্থাভাজন ব্যক্তি ছিলেন। তাঁর শিষ্যরা তাকে সর্বদাই শ্রদ্ধার চোখে দেখতেন। তার অবদান চিরকাল মনে রাখা হবে।

তাঁর মৃত্যুতে পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে। আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টারের আত্মার শান্তি কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত