বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দুদকের চোখে চৌদ্দগ্রামের সড়ক প্রকল্প: ১.৬৮ কোটি টাকার উন্নয়ন কাজ ঘিরে দায়মুক্ত দুর্নীতির আলামত কুড়িগ্রামে নিজের দেওয়া ফাঁদে নিজেই নিহত স্বৈরাচারের দোসর কীভাবে বিআরডিবির চেয়ারম্যান?—সাধারণ মানুষের তীব্র প্রশ্নে মুখর ব্রাহ্মণপাড়া বগুড়ায় অটোরিকশা চালক হত্যা মামলায় মৃত্যুদন্ড ২ হাতিয়া স্টুডেন্ট ফোরাম, চবি’র ৭ম কার্যকরী কমিটি গঠন নোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সাটিফিকেট প্রদান মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা ও র‍্যফেল ড্র অনুষ্ঠিত গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত

সফলতার চাবিকাঠি: পরিশ্রম ও অধ্যবসায়

 

লেখক :- মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

সফলতা কোনো আকস্মিক ঘটনা নয়; এটি পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের ফল। পৃথিবীর ইতিহাসে যাঁরা সফল হয়েছেন, তাঁরা সবাই কঠোর পরিশ্রম, আত্মনিবেদন এবং ধৈর্যের মাধ্যমে তাঁদের লক্ষ্যে পৌঁছেছেন। কেউ রাতারাতি সাফল্য অর্জন করেননি, বরং দীর্ঘ সময় ধরে অধ্যবসায় এবং চেষ্টা চালিয়ে গেছেন।

জীবনে চ্যালেঞ্জ আসবেই, ব্যর্থতা আসবেই, কিন্তু তা কখনোই থেমে যাওয়ার কারণ হতে পারে না। থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তবুও তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে পিছপা হননি। বিশ্বের বড় বড় উদ্যোক্তারা প্রথম দিকে বহুবার ব্যর্থ হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁরা সফল হয়েছেন।

কাজেই, সফলতার জন্য প্রথমেই প্রয়োজন লক্ষ্য নির্ধারণ করা। একবার লক্ষ্য স্থির হলে, ধাপে ধাপে পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। ধৈর্য, নিষ্ঠা ও আত্মবিশ্বাস ধরে রাখতে হবে, কারণ সফলতা রাতারাতি আসে না।

সফল হতে হলে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং সব বাধাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। আজ যে প্রচেষ্টা করা হচ্ছে, সেটাই কালকের সফলতার বীজ। তাই কোনো প্রতিকূলতা আমাদের দমিয়ে রাখতে পারে না।

সফলতা অর্জনের পথ সহজ নয়, তবে নিরবচ্ছিন্ন পরিশ্রম, সুসংগঠিত পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমে তা সম্ভব। জীবনের প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা, রাজনীতি বা পেশাগত উন্নয়নে, বাধাবিপত্তি আসবেই। তবে যারা অধ্যবসায় ধরে রাখতে পারেন, তারাই শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান।

পরিশ্রম ও ধৈর্যের গুরুত্বএকজন সফল ব্যক্তি কখনোই অস্থির হয়ে হাল ছেড়ে দেন না। তারা জানেন, প্রতিটি ব্যর্থতা আসলে শেখার একটি ধাপ। টমাস এডিসন হাজারো ব্যর্থ পরীক্ষা শেষে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন। তার ভাষায়, “আমি ব্যর্থ হইনি, আমি কেবল এমন হাজার উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না।”

সঠিক পরিকল্পনার ভূমিকাপরিশ্রম যথেষ্ট নয়; সফলতার জন্য সুসংগঠিত পরিকল্পনা অপরিহার্য। লক্ষ্য নির্ধারণের পর সেটি বাস্তবায়নের জন্য একটি কৌশলগত রোডম্যাপ থাকা জরুরি। সুনির্দিষ্ট লক্ষ্য এবং সময়সীমা নির্ধারণ করে ধাপে ধাপে এগোলে, সাফল্যের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।

আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতাসফলতার জন্য আত্মবিশ্বাস অপরিহার্য। যদি আপনি নিজেই বিশ্বাস না করেন যে আপনি পারবেন, তবে অন্যরাও আপনাকে নিয়ে সংশয়ে থাকবে। আত্মবিশ্বাস জন্মায় অভিজ্ঞতা, দক্ষতা ও ইতিবাচক মানসিকতার সমন্বয়ে।

জীবনে যারা সত্যিকার অর্থে কিছু অর্জন করতে চান, তাদের ধৈর্য ও পরিশ্রমের কোনো বিকল্প নেই। “একবার না পারিলে দেখ শতবার”—এই মনোভাব নিয়ে এগোলে, কাজেই সফলতা আসবেই।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত