শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন জামায়াত নেতাকে ‘কলিজা ছিঁড়ে’ফেলার হুমকি, উপজেলা বিএনপির আহ্বায়ককে শোকজ। গোপালগঞ্জে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক দলের রালী ও পথসভা বোয়ালমারী উপজেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন নওগাঁয় ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক আকরাম আটক “মে দিবস দিচ্ছে ডাক – বৈষম্য মুক্তি পাক “ মেহেরপুরে জেলা বিএনপির মহান মে দিবসে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত সড়ক, ১০ গ্রামের মানুষের চলাচল বন্ধের উপক্রম

চুয়াডাঙ্গায় ফসলের জমি নিয়ে বিরোধ আহত ২০ জন

 

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের জোড়তলা মাঠে ফসলের জমি নিয়ে বিরোধে ২০ জন আহত ।

অদ্য ০৮/০৪/২০২৫ ইং তারিখে সকাল ১০:০০ টার সময় দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের জোড়তলা মাঠে ফসলের জমি নিয়ে দুই পক্ষের মধৌ বাক বিতন্ডা শুরু হয়।

এক পর্যায়ে বিরোধী পক্ষ জমির প্রকৃত মালিক নাজের, ইদু, খোদা বকস গণদেরকে বেধড়ক মারপিট শুরু করে। এরপর দুই পক্ষের মধৌ লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয় এতে দুই পক্ষের অন্ততো ২০ জন আহত হয়।

প্রতিপক্ষ আফছার ডাঃ সন্নত আলী, আয়ুব আলী, ইউনুস আলী, আহদের রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্হানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্হ কেন্দ্রে ভর্তি করে । আহতদের ভিতর ০৩ জনের অবস্হা আসংঙ্কাজনক।

দ্রুত এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে দামুড়হুদা মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা স্বাস্হ কেন্দ্রে গিয়ে তাদের জবান বন্দী রের্কড করেন । পুলিশ সুত্রে জানা যায় উক্ত জমি নিয়ে দুপক্ষের মধৌ মামলা ছিলো। কিন্তুু মামলার রায় জমির প্রকৃত মালিক নাজের, ইদু, খোদা বকস দিকে হওয়ায় এ ঘটনা ঘটে । বিরধীপক্ষ দলীয় প্রভাব খাটিয়ে এ ঘটনা ঘটিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত