বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দুদকের চোখে চৌদ্দগ্রামের সড়ক প্রকল্প: ১.৬৮ কোটি টাকার উন্নয়ন কাজ ঘিরে দায়মুক্ত দুর্নীতির আলামত কুড়িগ্রামে নিজের দেওয়া ফাঁদে নিজেই নিহত স্বৈরাচারের দোসর কীভাবে বিআরডিবির চেয়ারম্যান?—সাধারণ মানুষের তীব্র প্রশ্নে মুখর ব্রাহ্মণপাড়া বগুড়ায় অটোরিকশা চালক হত্যা মামলায় মৃত্যুদন্ড ২ হাতিয়া স্টুডেন্ট ফোরাম, চবি’র ৭ম কার্যকরী কমিটি গঠন নোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সাটিফিকেট প্রদান মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা ও র‍্যফেল ড্র অনুষ্ঠিত গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ভূয়া কাজীদের জন্য অবাধে বারছে বাল্য বিবাহ

 

 

মোছা: সমাপ্তি ইসলাম

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্রমেই বেড়ে চলেছে বাল্য বিবাহ। আর এসব করাচ্ছে নিকাহ রেজিস্ট্রার (কাজী) ভুয়া কাজী। মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধভাবে বিয়ে রেজিস্ট্রি করে বিপদে পছেন গ্রামের সহজ সরল সাধারণ মানুষ। বাল‍্য বিয়ে পড়িয়ে বর ও কনে পক্ষকে ভুয়া কাজিদের দিচ্ছে মোটা অঙ্কের টাকা।

উপজেলার ১০টি ইউনিয়নে নিবন্ধিত নিকাহ রেজিস্ট্রার থাকলেও এর বাইরে বিভিন্ন জায়গা থেকে নিকাহ রেজিস্ট্রার ভলিউম সংগ্রহ করে প্রায় ২০ থেকে ২৫ জন ব‍্যক্তি নিজেদের কাজী দাবি করে নিকাহ রেজিস্ট্রার করে যাচ্ছে। এসব ভুয়া কাজী বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে গিয়ে কাবিন রেজিস্ট্রির নামে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ।

এসব ভুয়া কাজিদের লাইসেন্স না থাকায়, নিজের ইচ্ছেমতো অবৈধ কর্মকাণ্ড করে যাচ্ছেন। তাদের কোন জবাবদিহি করতে হয় না। তাই তারা আইন কানুনের কোন তোয়াক্কাও করে না। ফলে আইনগত জটিলতায় পড়ছেন অনেক নবদম্পতিরা।
স্বাস্থ্য ঝুকিতে পরছেন অনেক কিশোরী।
বিভিন্ন সূত্রে জানা গেছে, এই ভুয়া কাজিরা সাধারণত জাল নথি ব্যবহার করে বিয়ে পড়ানোর অনুমতি দাবি করেন। তাঁরা সাধারণ মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে অবৈধ বিয়ে, অবৈধ তালাকনামা ও বিয়ের ভুয়া নকল সনদ তৈরি করে বিপদে ফেলছেন সাধারণ মানুষকে।

এব্যাপারে সরকার অনুমোদিত কাজি তছলিম উদ্দিন, ওসমান আলী ও আলা উদ্দিন জানান, এসব ভুয়া কাজিদের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার অবগত আছেন। মাসিক আইন শৃঙ্খলা মিটিং এ আলোচনাও হয়েছে। কিন্তু কোন ভাবেই তাদের দৌরাত্ম্য কমানো যাচ্ছে না।

এব্যাপারে কাজি সমিতির কুড়িগ্রাম জেলা সভাপতি নুরুজ্জামান জানান, এসব ভুয়া কাজিদের নামের তালিকা আপনারা পত্রিকায় প্রকাশ করেন, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, অভিযোগ পেলে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে পরামর্শ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তবে অনুমোদিত কাজিদের তালিকা দেখে বিয়ে ও তালাক সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরামর্শ দেন তিনি।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রার রুহুল কুদ্দুস জানান, আমি এখানে নতুন যোগদান করেছি। খোঁজ খবর নিচ্ছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত