বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা ও র‍্যফেল ড্র অনুষ্ঠিত গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার 

ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে ও আলোচনা সভা মঙ্গলবার ২৯ এপ্রিল ২৫ থানার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারণ, পরিবহন শ্রমিক, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই সভায় সামাজিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি, ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি ও ভরাডোবা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং ভরাডোবা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি শাহ্ মোঃ সুজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভালুকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল হাকিমুল হাসান সুমন। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং ও জনসম্পৃক্ততা বাড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব। হাইওয়ে নিরাপত্তা, যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এছাড়া দুর্ঘটনা রোধ, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং হাইওয়ে পুলিশকে তথ্য সহায়তা করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এই ধরনের আয়োজন নিয়মিত হলে পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং সমাজে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সহজ হবে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত