রবিবার, ১৮ মে ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
নোয়াখালীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন উপদেষ্টার কাছে স্মারকলিপি রংপুরে বিশু সুইটস ও ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে বিএসটিআই’র অভিযান সীমান্তে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে নিজ ব্যবসা প্রতিষ্ঠানেই স্বাধীনের মৃত্যু নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা যুবদলের কর্মীসভার প্রস্তুতিমূলক আলোচনাসভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন দিনাজপুর ওর্য়াল্ড ভিশন’র উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কুড়িগ্রামে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিল্টন সমাদ্দার ও স্ত্রীকে কারাগারে প্রেরণের আদেশ

নোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার

মোঃরিয়াজুল সোহাগ, জেলা প্রতিনিধি নোয়াখালীঃ
নোয়াখালী সদরে বিএডিসির গুদামরক্ষক ও যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্তকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার (ওসি) মো.কামরুল ইসলাম। তিনি বলেন, গতকাল রাত পৌনে ৯টার দিকে মাইজদীর সরকারি আবাসিক এলাকার সামনে স্থানীয়রা তাকে আটক করে। পরে তাকে আটক করে একই দিন রাতে লক্ষীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার শান্ত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবলীগের সদস্য এবং ওই এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি নোয়াখালীতে বিএডিসির গুদামরক্ষক ছিলেন।

স্থানীয়রা জানায়, শান্ত লক্ষ্মীপুরে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হমালার সাথে জড়িত থাকার অভিযোগ ছিল। এছাড়া জেলার বিভিন্ন থানায় তার সহযোগিতায় ও ইন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার হামলার ঘটনা ঘটে। নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলার মামলারও আসামি ছিলেন শান্ত। আওয়ামী রাজনীতিতে জড়িত থাকায় চাকরিতে সরকারি নিয়ম নীতির কোন তোয়াক্কা করতেন না তিনি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিকে তাকে আটক করে থানায় আান হয়। পরে রাতেই তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরকসহ অন্যান্য ধারায় তিনটি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত