সোমবার, ০৫ মে ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দামুড়হুদা সদরের তেল পাম্প মালিক শাহজাহান আলী গ্রেফতার। সীমান্ত হতে ০১ জন আসামীসহ ০২ কেজি ভারতীয় হেরোইন ও মোটরসাইকেল আটক বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে গরিব ও প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল মহেশখালী সমলয় শস্য প্রদর্শনী, কম্বাইন্ড হারভেস্টার এর মাধ্যমে ধান কর্তন শুরু ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ভূরুঙ্গামারীতে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন মেহেরপুর জেলা ও দায়রা জজের যোগদান করলেন মোঃ এস এম নাসিম রেজা নওগাঁ আওয়ামীলীগের পরিত্যক্ত পাটি অফিসে চুরি করতে এসে দেলোয়ার নামে এক যুবকের মৃত্যু!!! নওগাঁয় প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি; ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নওগাঁর আত্রাই ১১ জন গ্রেফতার আসামিকে উপস্থাপন না করার শাহাবুদ্দিনকে শোকজ

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা ১১ জন আসামিকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন না করায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিনকে শোকজ করা হয়েছে।

শুক্রবার (২ মে) নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম গ্রেপ্তার ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৬১ ধারা অনুযায়ী নিয়মিত ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের উপস্থাপন না করায় ওসিকে আগামী ১২ মে কারণ দর্শানোর নির্দেশ দেন।

নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বেঞ্চ সহকারী মো. খোরশেদ আলম বলেন, ভরতেঁতুলিয়া গ্রামের ১১ জন মাদকসেবীকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের আদালতে না তোলার খবর প্রকাশ হয় পত্রিকায়। পরে তা আমলি আদালতের নজরে আসে।

প্রতিবেদনটি বিশ্লেষণ করেন আমলি ম্যাজিস্ট্রেট। তার কাছে এটা স্পষ্ট হয়, আসামিদের বিরুদ্ধে মামলা না দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়।
সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এটি সুস্পষ্টভাবে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর লঙ্ঘন। ম্যাজিস্ট্রেট আদেশে উল্লেখ করেন, বলবৎ আইন ও বিধি লঙ্ঘন করে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার আসামিদের থানায় নিয়ে আসা হয়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে বা নির্দেশনায় তাদের ইউএনও কার্যালয়ে নেওয়া হয়। সেখানে নির্বাহী

ম্যাজিস্ট্রেটের সামনে ঘটনা সংঘটিত না হওয়া সত্ত্বেও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেওয়া হয়। অথচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আইনি বাধ্যবাধকতা ছিল আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া। পরে আত্রাই আমলি আদালতে উপস্থাপন করার। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ আইন, ১৮৬১ এর ২৯ ধারার সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। রাত ১০ টার দিকে মুঠোফোনে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয়।

তিনি জানান, বিজ্ঞ আদালত শোকজ করেছে একথা তিনি শুনেছেন। এখনও আদেশের কাগজ তার কাছে পৌঁছায়নি। আদেশের কপি পেলে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেবেন।
নওগাঁ #

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত