মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
ফাতেমা আক্তার লিজা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সড়ক ব্যবহার উপযোগী হওয়ার আগেই বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে কার্পেটিং, দেখা দিচ্ছে ফাটল। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও তদারকির অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বাসস্ট্যান্ড থেকে ধলডাঙ্গা বাজার পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরএবি-আরসি-বিসি-এইচটি জেভি’। এ প্রকল্পে অর্থায়ন করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার। ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন স্থানীয় যুবলীগ নেতা মো. বেলাল হোসেন আকন্দ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের একাধিক স্থানে কার্পেটিং উঠে গেছে, কিছু স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও বিটুমিন ও কংক্রিটের সংমিশ্রণে অসংগতি লক্ষ্য করা গেছে।
স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, “পাকা করার তিন দিনের মাথায় সড়কে ফাটল দেখা দেয়। এর মানে কাজের মান খুবই খারাপ। এখনই যদি এই অবস্থা হয়, ছয় মাস পরে কী হবে?”
একই অভিযোগ করেন আরও কয়েকজন এলাকাবাসী। তারা বলেন, প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার মো. বেলাল হোসেন আকন্দ। তিনি বলেন, “সড়ক পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই যান চলাচল শুরু হয়ে যাওয়ায় কিছু অংশে সমস্যা হয়েছে। চিহ্নিত স্থানে মেরামতের কাজ চলছে।”
এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা এলজিইডির প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, “সড়ক নির্মাণে কোনো ধরনের অনিয়ম হয়নি। কিছু জায়গায় বিটুমিন ও মাটির সংমিশ্রণের কারণে সমস্যা দেখা দিয়েছে। ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দ্রুততম সময়ের মধ্যে তা মেরামত করা হয়।”
এলাকাবাসীর অভিযোগ, সরকারের বিপুল অর্থ ব্যয়ে বাস্তবায়িত এ ধরনের প্রকল্পে কোনো অনিয়ম সহ্য করা যায় না। তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।