বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে বর্জ্রপাতে হারুন অর রশিদ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার (৫ মে) দুপুরে উপজেলার রাইগাঁ ইউপির কুড়াইল মন্ডলপাড়ায়। নিহত হারুন কুড়াইল মন্ডলপাড়ার মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে। এ ঘটনায় ময়েন নামের একজন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে কুড়াইল স্কুলের পাশে পাকা রাস্তায় ধান মাড়াই মেশিন (বোঙ্গা) দ্বারা ধান মাড়াই শেষে মোটর সাইকেলের পাশে দাঁড়িয়ে ছিল হারুন ও ময়েন।
এসময় প্রচন্ড ঝড়ো হাওয়ার সাথে বর্জ্রপাত ঘটলে বর্জ্রপাতটি হারুনের মাথায় পড়ে কান দিয়ে রক্ত বের হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ময়েন উদ্দীন আহত হন।
নওগাঁ #