শনিবার, ১০ মে ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার ৩ মেহেরপুর বাগোয়ানের আওয়ামী লীগ নেতা মিঃবাবুল মল্লিক আটক নওগাঁ বিশেষ অভিযান চালিয়ে চাকরাইল বিএমপির নেতার বাড়ী থেকে লিটনের এপিএস টিটু গ্রেপ্তার  বোয়ালমারী তে দুর্ধর্ষ ডাকাতি রাজনৈতিক উত্তেজনায় কুড়িগ্রাম উত্তপ্ত, যুবলীগ নেতাসহ আটক ৬ ফুলবাড়ীতে চোরাই চার্জার ভ্যানের মালামালসহ চোর চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। হাতিয়ায় হলিশ সহ ৬টি ট্রলারে ৯৩জন জেলেকে আটক করেছে কোষ্টগার্ড হাটহাজারীতে আওয়ামীলীগ নি-ষি-দ্ধের দা-বীতে বি-ক্ষো-ভ মি-ছিল ও সমাবেশ কুড়িগ্রামের উলিপুরে সালিশের নামে ন্যায়বিচারহীনতার নজির নওগাঁয় সার্ভেয়ার আমিন সমিতির সদস্য মরহুম চানমিয়ার মৃত্যুর সৎ কাজের জন্য আর্থিক অনুদান প্রদান

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসাসেবা ব্যাহত

 

ফাতেমা আক্তার লিজা ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি :
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ১৬ জন চিকিৎসকের অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র ৪ জন চিকিৎসক। এতে করে স্বাস্থ্যসেবায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে যখন রোগীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে।

বর্তমানে প্রতিদিন অন্তঃবিভাগে ভর্তি থাকেন প্রায় ৩৫ থেকে ৫০ জন রোগী। এর পাশাপাশি বহিঃবিভাগ, জরুরি বিভাগ এবং আরএমও’র কক্ষে প্রতিদিন সেবা নিতে আসছেন বিপুল সংখ্যক মানুষ। অল্প সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দিয়ে এত রোগীকে সেবা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “যে ক’জন চিকিৎসক আছেন, তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন মানসম্পন্ন সেবা দেওয়ার জন্য। আমরা সীমিত জনবল নিয়েও সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। উর্ধ্বতন কর্তৃপক্ষ শূন্যপদ পূরণের ব্যাপারে সক্রিয় রয়েছেন। আশা করছি খুব শিগগিরই সমাধান হবে।”

তিনি আরও জানান, কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস সম্প্রতি ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি জনবল সংকট ও যন্ত্রপাতির ঘাটতি দূরীকরণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীদের সঠিক সময়ে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় দ্রুত পদগুলো পূরণ এবং স্বাস্থ্যকর্মী সংখ্যা বাড়ানোর দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত