সোমবার, ১২ মে ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
হাসানাত আবদুল্লাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : শেখ মাহবুবুর রহমান ময়মনসিংহে কালবৈশাখীর ঝড়ে গাছের ডাল ভেঙে দুই জনের মৃত্যু ভূরুঙ্গামারীতে বজ্রপাতে একই পরিবারের ৬ জন আহত ঈদগাঁওতে ইসলামী আন্দোলনের অধিবেশন ও কমিটি ঘোষণা কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্য গুদামের কর্মকর্তাকে লাঞ্চিতের অভিযোগ জুলাই আন্দোলনের ঘোষণাপত্রের দাবিতে উলিপুরে বিক্ষোভ সমাবেশ নবাবগঞ্জে ফ্যানের তার লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে যুবকের মৃত্যু পলিথিন বর্জ্য থেকে জ্বালানি তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছিলেন পারভেজ সরকারি সহায়তা পেলে আবারও চালু হবে কার্যক্রম রাজশাহীর আলোকিত হত্যা মামলার আসামি কক্সবাজারে আটক ৫।

ব্রহ্মপুত্রে ডুবে দুই ভাই নিখোঁজ

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ইমরান হোসেন (৮) ও ইব্রাহিম আলী (১২) নামে দুই ভাই নিখোঁজ হয়েছে।

শনিবার (১০ মে) বিকেল ৩টার দিকে জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিখোঁজ দুই ভাই ওই ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ৬ বছর আগে শিশু ইমরান ও ইব্রাহিমের মায়ের সঙ্গে তাদের বাবার বিচ্ছেদ হয়। এরপর তাদের মা ইসমোতারার অন্যত্র বিয়ে হলে তারা চর জলঙ্গারকুঠির বাসিন্দা নানা ইসলাম আলীর বাড়িতে থাকেন।
শনিবার আনুমানিক বিকেল ৩টায় তাদের সহপাঠী রাফি ইসলামসহ (১৩) ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় রাফি তীরে উঠতে পারলেও দুই ভাই ইমরান ও ইব্রাহিম নদীতে ডুবে নিখোঁজ হয়।

বিষয়টি নিশ্চিত করেন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস‌্য লোকমান হাকিম।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বিষয়টি জানা নেই। এখুনি খোঁজ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত