মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
উপজেলা প্রতিনিধি,নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের নবাবগঞ্জে গোয়াল ঘরে ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে আমিজুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া কৃষ্ণপুর ফরেস্ট অফিস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমিজুল ইসলাম(৩২) উপজেলার খটখটিয়া কৃষ্ণপুর ফরেস্ট অফিস পাড়া এলাকার মৃত্যু আজিজুর রহমানের ছেলে।
পরিবার ও পুলিশের বরাতে জানা যায়,বিদ্যুৎ এর সুইচ অন রেখে বাড়ির ভেতরে গোয়াল ঘরে ফ্যানের তার লাগাতে যায় আমিজুল।এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতে তার প্যাঁচ লেগে গোয়াল ঘরের মেঝেতে পড়ে যায়। এর কিছুক্ষণপর অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।
রোকনুজ্জামান রোকন