বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
চিলমারীতে ধান ও চাল ক্রয়ের শুভ উদ্বোধন  গাইবান্ধায় দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ গোবিন্দগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকতার ছদ্মবেশে প্রতারণা: প্রেসক্লাবের তহবিল লোপাটে ব্যাংক কর্মকর্তার সহায়তা! চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন গোবিন্দগঞ্জে নদীর জেগে ওঠা চরের জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১০ দিনাজপুর সরকারি কলেজে ২ দিনব্যাপী বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী এবং খাদ্য উৎসবের বর্ণিল উদ্বোধন শেখ হাসিনার সঙ্গে অনলাইন বৈঠকে যুক্ত হয়ে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে কুমিল্লায় আওয়ামী লীগ নেতা রেজাউল করিম গ্রেফতার দিনাজপুরে সড়ক দুর্ঘটনারোধ ও দুর্ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন

উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা বিএনপি উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ও ২৫ সদস্য বিশিষ্ট পৌর কমিটির অনুমোদন দেওয়া হয়।

উপজেলা কমিটিতে মোঃ তারিক আবুল আলা চৌধুরীকে আহ্বায়ক ও মোঃ হায়দার আলী মিয়াকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদন প্রদান করা হয়।

উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন:
ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, এ্যাডভোকেট ফকরুল ইসলাম, আমিনুল ইসলাম ফুলু, আবেদ আলী সরকার, আবুল কালাম আজাদ খোকা, মহসিন আলী, এরশাদুল হাবিব নয়ন ও রমেশ সাহা।

সদস্য হিসেবে রয়েছেন:
এ্যাডভোকেট নুরুজ্জামান সরকার, নুরুজ্জামান বাচ্চু, মিজানুর রহমান, রকছেদ আলী আমিন (লাবু), সাইফুল ইসলাম বাদল, শামছুল হুদা স্বপন, সহিদুর রহমান, মুস্তাফিজার রহমান, ইঞ্জিনিয়ার গোলাম মুর্তজা মুকুল ও আনোয়ারুল ইসলাম খোকা।

অন্যদিকে, উলিপুর পৌর বিএনপির ২৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটিতে নুর মুহাম্মদকে আহ্বায়ক এবং সহকারী অধ্যাপক সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
পৌর কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন:
আজিজার রহমান মাস্টার, ডা. ইফতেখারুল ইসলাম, শিক্ষক এহছানুল করিম, সিরাজুল ইসলাম সাজু, প্রভাষক আব্দুর রাজ্জাক, জমিদার রায় সরকার (কাউন্সিলর), খোরশেদ আলী, মতলুবুর রহমান মঞ্জু ও মোঃ মজিবর রহমান।
সদস্য হিসেবে রয়েছেন:
মোঃ নজরুল ইসলাম, মোঃ কামরুজ্জামান সরকার মিলন, মোঃ আতাউর রহমান রেবেল, মোঃ শাহজাহান আলী, মোঃ আব্দুর রফিক, মোঃ আসলাম উদ্দিন আহমেদ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ নুরল্লাহ, মোঃ মতিয়ার রহমান, ইছাহাক আলী, মোঃ রফিকুল ইসলাম, ফজলুল করিম ও আমিনুল ইসলাম।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, নতুন গঠিত এই দুই কমিটি উলিপুর উপজেলার রাজনীতিকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে উলিপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা তাজবিরুল ইসলাম বলেন,
“আমার চ্যালেঞ্জের বিষয় হলো, আগামীতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যেসব কমিটি গঠিত হবে, তা যেন সৎ, নিষ্ঠাবান ও দক্ষ কর্মীদের নিয়ে গঠিত হয়। আমরা চাই দলীয় কার্যক্রম আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য হোক।”

এছাড়া অনুমোদিত কমিটির অনুলিপি দলের মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত