শনিবার, ১৭ মে ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নোয়াখালীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন উপদেষ্টার কাছে স্মারকলিপি রংপুরে বিশু সুইটস ও ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে বিএসটিআই’র অভিযান সীমান্তে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে নিজ ব্যবসা প্রতিষ্ঠানেই স্বাধীনের মৃত্যু নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা যুবদলের কর্মীসভার প্রস্তুতিমূলক আলোচনাসভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন দিনাজপুর ওর্য়াল্ড ভিশন’র উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কুড়িগ্রামে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিল্টন সমাদ্দার ও স্ত্রীকে কারাগারে প্রেরণের আদেশ

গোবিন্দগঞ্জে নদীর জেগে ওঠা চরের জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১০

মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীর জেগে ওঠা চরের জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আব্দুল মজিদ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এঘটনায় উভয়পক্ষের অন্তত: ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুৃল মজিদ কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া গ্রামের ফসির আকন্দের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের করতোয়া নদীর চরের কিছু আবাদি জমি নিয়ে আব্দুৃল মজিদ ও আমিরুল ইসলাম গংদের বিরোধ চলে আসছিল। আজ সকালে ওই জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুল মজিদ(৬৫), আমিরুল ইসলাম(৪৮), তাজেল আকন্দ(৫০), আলমগীর হোসেনসহ (৪৫) উভয়পক্ষের অন্তত: ১০ জন আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন।

এছাড়া গুরুতর আহত একই গ্রামের আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দকে (৫০ আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজীমেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকী আহতরা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মজিদ আকন্দের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত