শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন দিনাজপুর ওর্য়াল্ড ভিশন’র উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কুড়িগ্রামে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিল্টন সমাদ্দার ও স্ত্রীকে কারাগারে প্রেরণের আদেশ গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন সামগ্রী বিতরণ রংপুরের হোটেল তিলোত্তমা থেকে ২ নারীসহ অভিযুক্ত ৬ জন গ্রেফতার গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার নোয়াখালীতে ২১দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন এসপিজিআরসি রংপুরের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বরণে মিলাদ মাহফিল দিনাজপুরে হরিমনি দেব্যা কর্তৃক প্রতিষ্ঠিত কাউগাঁ রাজাপুকুরে সত্য নারায়ন পূজা অনুষ্ঠিত

দেশ নিয়ে যড়যন্ত্র চলছে, সবাইকে সজাগ থাকতে হবে : এ্যানী চৌধুরী

 

মোঃ নুর হোসেন,কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, হাসিনা পালিয়েছে। কিন্তু তার দোসররা দেশের মাটিতে এখনো ষড়যন্ত্র করছে।তাই আমাদের সজাগ থাকতে হবে। শুক্রবার বিকেলে কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড কমিটির ভোট পরিদর্শনে এসে তিনি এ সব কথা বলেন।

এ্যানী বলেন, বিগত ১৭ বছর জনগন ভোট দিতে পারেনি। ২০১৪ সালে হাসিনা বিএনপিকে ছাড়া একদলীয়ভাবে ভোট নিয়ে গেছে। ২০১৮ সালে আমাদের ঘুমে রেখে ভোট নিয়ে গেছে। ২০২৪ সালে আমাদের নেতাকর্মীদের জেলে রেখে ভোট করেছে। যার কারনে মানুষ ভোটের প্রক্রিয়া ভুলে গেছে। তাই তারেক রহমানের নির্দেশে বিএনপি গনতন্ত্র বিশ্বাস করে বিধায় ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত নেতা নির্বাচন ভোটের মাধ্যমে হচ্ছে। এর উদ্দেশ্য হলো দলের ভিতরে গনতন্ত্র চর্চা করা। তাই এ প্রক্রিয়া আমরা কর্মীদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করছি।

এ্যানী আরো বলেন, আমাদের গনতন্ত্র সমুন্নত রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আগামীতে যত বাধাই আসুক সকল কিছুই আমরা মোকাবিলা করতে পারবো।

তিনি আরো বলেন, আপনারা আপনাদের প্রয়োজনে আশরাফ উদ্দিন নিজানের পাশে থাকুন। আশরাফ উদ্দিন নিজানের হাতকে শক্তিশালী করলে আপনাদের উপকার হবে এটা মাথায় রেখে কাজ করুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় সহশিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন ভুইয়া, শ্রমিক দলের সভাপতি আবুল হাসেম, বাফুফে সহসভাপতি হ্যাপী চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, কৃষক দলের আহবায়ক আজাদ উদ্দিন, যুবদলের আহবায়ক মাওলানা ইউচুপ পাটওয়ারী, যুগ্ম আহবায়ক এড আমজাদ হোসেন সদস্য সচিব আবু ছায়েদ দোলন ও ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজু।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত