রবিবার, ১৮ মে ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
নোয়াখালীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন উপদেষ্টার কাছে স্মারকলিপি রংপুরে বিশু সুইটস ও ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে বিএসটিআই’র অভিযান সীমান্তে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে নিজ ব্যবসা প্রতিষ্ঠানেই স্বাধীনের মৃত্যু নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা যুবদলের কর্মীসভার প্রস্তুতিমূলক আলোচনাসভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন দিনাজপুর ওর্য়াল্ড ভিশন’র উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কুড়িগ্রামে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিল্টন সমাদ্দার ও স্ত্রীকে কারাগারে প্রেরণের আদেশ

গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন সামগ্রী বিতরণ

 

বিশ্বজিৎ চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ।

গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়।

শনিবার (১৭ মে) সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাক্সানা লাকী এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আরিফ জামিল ফারুকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন থেকে প্রাপ্ত আবেদনগুলোর ভিত্তিতে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলাকে এ সেলাই মেশিন সামগ্রী বিতরণ করা হয়েছে, যাতে তারা স্বনির্ভর হয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত