সোমবার, ১৯ মে ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
মোঃরিয়াজুল সোহাগ, জেলা প্রতিনিধি নোয়াখালী :
নোয়াখালীর সেনবাগ পৌরসভার উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ এর পুরষ্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৭ মে ) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগ পৌরসভার উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ এর পুরষ্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলী আজগর এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক মো: নূর হোসাইন সুমন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এস এফ গ্রুপের ভাইস চেয়ারম্যান, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সৈয়দা সাজেদা রশিদ (শেলী)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিস্টার ফাহমিদা আখতার, সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও মায়া প্রাইভেট হাসপাতালের স্বত্বাধিকারী আলা উদ্দিন আলো।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট আক্তার হোসেন মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সেনবাগ পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাখাওয়াত হোসেন সেলিম,বিদ্যালয়ের কমিটির উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি সদস্য বকুল আলম মুন্না,সোয়াইফ উদ্দিন শামিম,আহমেদ জাবের সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
পরে অতিথি বৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।