মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সাংবাদিক শেখ হারণের মাসহ সম্প্রতি ইমামসহ তিন জনের মাগফিরাত কামনায় দোয়া -মাহফিল অনুষ্ঠিত সাভারে মাথায় গুলি করে রং মিস্ত্রিকে হত্যা  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় গাইড বই বাণিজ্যের অভিযোগ, জড়িত শিক্ষকদের শাস্তি দাবি ! গোবিন্দগঞ্জে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন। ভালুকায় শিশু যৌন পাচার প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুর বাংলা স্কুল শিক্ষকদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত মহেশখালীর শাপলাপুর বন বিভাগের আগুনে পুড়ছে পানের বরজসহ বহু গাছপালা নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন

বগুড়ায় গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

 

মোস্তফা আল মাসুদ, বগুড়া।

বগুড়ার শাজাহানপুরে মধ্যরাতে আওয়ামী লীগের পক্ষে মিছিলে অংশ নেওয়ায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার খরনা এলাকায় ঝটিকা মিছিলের পর তারা পালিয়ে যায়। পরে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা।

ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- খরনা ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ রানা (৪৫), ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য ও অত্র মিছিলের স্লোগানদাতা সাদিক (১৮), খরনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন (৪৬)।

এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইন্সপেক্টর তদন্ত মাসুদ করীম।

জেলা পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

সোমবার দিবাগত মধ্যরাতে তারা উপজেলার খরনা এলাকায় আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছে। এসময় তারা নাশকতার চেষ্টা চালায়। পরে পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত