বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ড্রেনের পানি ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১ জন । নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিরসঙ্গে ডাসকোর মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত বাকশীমুল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি ঘোষণা: সভাপতি জসিমউদ্দীন, সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ নওগাঁয় বাল্যবিবাহ ও প্রতারণা বিশারদ কাজী বেলাল, ভাঙছে শত শত পরিবার মেহেরপুরে বিএনপির কমিটি গঠনে কোন্দল গড়ালো আদালতে মামলায়  অটোপাসের দাবিতে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়, উপাচার্যের ওপর হামলা কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপর অবৈধ হাট- বাজার উচ্ছেদের নামে চোর-পুলিশ খেলা মনিবুল হক বসুনিয়াকে কর্মস্থানে পুনর্বহালের দাবিতে রাজারহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাভারের আ.লীগ নেতার সাথে এক ব্যবসায়ী এর ছবি এডিট করে অপপ্রচার- নুরুজ্জামান প্রতিবাদ

দামুড়হুদায় সমবায় নেতৃবৃন্দের অংশগ্রহণে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স ও দক্ষতা বৃদ্ধিতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।

 

মো: মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

সমবায়ী নেতৃবৃন্দের অংশগ্রহণে ও তাদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় এক সচেতনতামূলক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বুধবার (২১ মে ২০২৫) সকালে দামুড়হুদা উপজেলার আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আয়োজিত দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা সমবায় কার্যালয়, দামুড়হুদা, চুয়াডাঙ্গা।

কর্মশালায় সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি ছাড়াও অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা । মূল উদ্দেশ্য ছিল সমবায়ী ব্যক্তিদের কর্মজীবনে অন্তর্ভুক্ত করা ও তাদের জন্য টেকসই উন্নয়নের সুযোগ তৈরি করা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব তিথি মিত্র উপজেলা নির্বাহী অফিসার দামুড়হুদা, চুয়াডাঙ্গা। কাজী বাবুল হোসেন জেলা সমবায় অফিসার, মোঃ হারুন-অর – রশীদ উপজেলা সমবায় অফিসার ও সহকারী পরিদর্শক উপজেলা সমবায় কার্যালয় দামুড়হুদা, মোঃ আবুল কালাম আজাদ পরিদর্শক জেলা সমবায় কার্যালয় চুয়াডাঙ্গা, মাহমুদ হাসান মালিক পরিদর্শক জেলা সমবায় কার্যালয় চুয়াডাঙ্গা, মোছাঃ নারগিছ আক্তার পরিদর্শক জেলা সমবায় কার্যালয় চুয়াডাঙ্গা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিটি মানুষ—যে কোনো ধরনের শারীরিক সক্ষমতা থাকুক না কেন—উৎপাদনশীল শ্রমশক্তি হিসেবে অবদান রাখতে পারে। সমবায়ী ব্যক্তিদের উপযুক্ত প্রশিক্ষণ, সহায়ক পরিবেশ ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে তারা সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত হয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

কর্মশালায় আরও জানানো হয়, সমবায়ী অধিকার ও সুরক্ষা আইন অনুযায়ী কর্মসংস্থানে তাদের জন্য ন্যায্য অংশ নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্ব । এ লক্ষ্য বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্হানীয় সরকার মন্ত্রণালয় ‘সমবায়’ অধিদপ্তর দীর্ঘদিন ধরে সমবায়ী নেতৃবৃন্দদের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে।

সমবায়ী ব্যক্তিদের সক্ষমতা কাজে লাগিয়ে তাদের আত্মনির্ভরশীল করতে এই ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করা প্রয়োজন বলে মত দেন আলোচকরা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত