রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীর বুক সোনালী ধানের ফসল । নালিতাবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ এক কারবারি আটক ঠাকুরগাঁওয়ের নিশ্চিন্তপুরে শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল । এনসিপি দিনাজপুর জেলার উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে ইয়াবাসহ ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুভাষ গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুর উপজেলা হলরুমে দিনব্যাপী পাটনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় “রূপসী রেখার অন্তরালে” কাব্যগ্রন্থ-র মোড়ক উন্মোচন! আমঝুপি ইউনিয়ন বিএনপির অবৈধ কমিটির বিরুদ্ধে খোকসা গ্রামে বিক্ষোভ মিছিল মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্বারক পেল মানবতার কল্যাণে আমরা দামুড়হুদায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষে উপজেলা সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে মায়ের কোল থেকে বিচ্ছিন্ন ৭ দিন বয়সী নবজাতক, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ফাতিমা আক্তার লিজা

ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরুয়াটারি এলাকায় স্বামী-স্ত্রীর পারিবারিক দ্বন্দ্বের জেরে মাত্র সাত দিন বয়সী এক নবজাতক মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শিশুটির মা জাহানারা বেগম জানান, ২৩ মে শুক্রবার ভোরে বাথরুমে যাওয়ার সময় তিনি তার সন্তানকে স্বামীর কাছে রেখে যান। ফিরে এসে দেখেন স্বামী নূর মোহাম্মদ নবজাতক সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে গেছেন।

ঘটনার সূত্রে জানা যায়, নূর মোহাম্মদ শিশুটিকে নিয়ে যান তার তালাকপ্রাপ্ত স্ত্রী আসমাউল হুসনা আসার কাছে এবং শিশুটিকে তার জিম্মায় তুলে দেন। তবে আসমাউল হুসনা গণমাধ্যমে দাবি করেন, শিশুটির পরিচয় তিনি জানেন না এবং কেউ তাকে শিশু তুলে দেয়নি।

জাহানারা বেগম জানান, সন্তানের খোঁজ করতে গিয়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবির সূত্র ধরে তিনি নিশ্চিত হন যে ছবিতে থাকা শিশুটি তার সন্তান। এরপর রাতেই তিনি ছুটে যান ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে গিয়ে সন্তান ফেরত চাইলে বর্তমানে যার কাছে শিশু আছে তিনি তা দিতে অস্বীকার করেন।

জাহানারা বেগম আরও বলেন, “আমি প্রশাসনের হস্তক্ষেপ চাই। আমি শুধু আমার বাচ্চাটাকে ফিরে পেতে চাই।”

এ ঘটনায় নূর মোহাম্মদ স্বীকার করেছেন যে, তিনি শিশুটিকে তার সাবেক স্ত্রী আসমাউল হুসনার কাছে দিয়ে এসেছেন।

এ বিষয়ে ভুরুঙ্গামারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান বলেন, “শিশুটির তথ্য পেয়ে আমরা রাতেই তাকে মেডিকেলে ভর্তি করি। তদন্ত শেষে শিশুটিকে তার প্রকৃত মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত