বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
এস এম মনিরুজ্জামান, নিজস্ব প্রতিবেদকঃ ভূরুঙ্গামারীর সবচেয়ে বড় অনলাইন প্লাটফর্ম “We are Bhurungamari’s people” ফেসবুক গ্রুপ কর্তৃক সিরাতুন নবী (সাঃ) সংক্ষিপ্ত স্মারকের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ভূরুঙ্গামারীর প্রাণকেন্দ্রে অবস্থিত “সিমান্ত ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের” হলরুমে বিকাল দুই (০২) ঘটিকায় কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।
সিরাতুন নবী (সাঃ) সংক্ষিপ্ত স্মারকের প্রতিযোগীতায় প্রায় ৭০জন প্রতিযোগী অংশগ্রহন করেন। সেখান থেকে যাচাই-বাচাই শেষে ১৪জন প্রতিযোগীকে পুরষ্কার দেয়া হয় তন্মধ্যে ১ম, ২য় এবং তৃতীয় স্থান অর্জনকারী ব্যক্তিকে “We are Bhurungamari’s people” ফেসবুক গ্রুপ এর লোগো সম্বলিত টি শার্ট প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদরাসার সম্মানিত সুপারিনটেনডেন্ট মাওলানা মুহাম্মাদ গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ- ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি এবং এইচ. পি ব্লাড ব্যাংক-ভূরুঙ্গামারীর সভাপতি মাওলানা মুফতী এস এস মনিরুজ্জামান, ‘মাই টিভি’ ভূরুঙ্গামারীর প্রতিনিধি জনাব মুহাম্মাদ মাইদুল ইসলাম মুকুল।
আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এবং “We are Bhurungamari’s people” ফেসবুক গ্রুপের উপদেষ্টা, এডমিন, মডারেটর, মেম্বারসহ শুভাকাঙ্খিবৃন্দ।
সম্মানিত অতিথি বৃন্দ তাদের আলোচনায় “We are Bhurungamari’s people” ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এত সুন্দর আয়োজন করার জন্য এডমিন প্যানেলের জাকারিয়া কাজল ও শিমুল খন্দকার-সহ সম্পৃক্ত সকলের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে আরো ভালো কাজ করার আহ্বান জানান।