বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মাদক সেবনের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কার দুদকের চোখে চৌদ্দগ্রামের সড়ক প্রকল্প: ১.৬৮ কোটি টাকার উন্নয়ন কাজ ঘিরে দায়মুক্ত দুর্নীতির আলামত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে এনসিপির ঘোষিত সমাবেশ শুক্রবার বায়তুল মোকাররমে সিংড়ায় ধানবোঝাই ট্রাকে চাঁদাবাজি : সেনাবাহিনীর অভিযানে হাতেনাতে আটক বিএনপি নেতা জয়নালসহ তিনজন গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম কক্সবাজার টেকনাফ শিশু ধর্ষণে অভিযুক্ত আসামী আটক। র‌্যাব-১৩’র অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধার-গ্রেফতার-১ কমলনগর(এলজিইডি)অফিসে দুদকের অভিযান নওগাঁয় প্রায় ৩৫ টি পরিবারের লোকজনের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রতিকারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা আটক ৩, থানায় মামলা

আইএবি কক্সবাজার জেলার দ্বি-বার্ষিক পরিকল্পনা ও দপ্তর বন্টন অনুষ্ঠান সম্পন্ন

 

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক পরিকল্পনা ও দপ্তর বন্টন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার (২৪ এপ্রিল’২৫) বিকাল ৩ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর এর সভাপতিত্বে সেক্রেটারি এ.আর.এম ফরিদুল আলম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয। এতে সভাপতির বক্তব্যে মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর বলেন, ইখলাছ ও আন্তরিক প্রচেষ্ঠার মাধ্যমে সকল দায়িত্ব আঞ্জাম দিতে হবে। একটি গতিশীল সংগঠনকে এগিয়ে নিতে জান মালের ত্যাগের নজরানা অপরিহার্য বিষয়। তিনি আগামী দিনে সাংগঠনিক মজবুতি অর্জনে বিভাগীয় সম্পাদককে জেলার প্রতি বিশেষ ভাবে সহযোগিতা করার অনুরোধ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সহসভাপতি হাফেজ মাওলানা ফারুক, বামুক কক্সবাজার জেলা ছদর আলহাজ্ব বদিউল আলম সওদাগর, ইসলামী আন্দোলন বাংলাদশ কক্সবাজার জেলা সহ-সভাপতি মাওলানা নেজামুর রহমান সোলাইমানী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুস্তাফিজুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এড. হাফেজ রিদুওয়ানুল কাবীর, সহ-সাংগনিক সম্পাদক মাওলানা আব্দুল হামিদ আজাদ, দপ্তর সম্পাদক মোরশেদুল আলম কাউসার, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ক্বারী আবু নাছের, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল খালেক নিজামী, শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি মুহাম্মদ নুরুল্লাহ সিকদার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাও: মুহাম্মাদ শাকের আজিম, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বেলাল উদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুর মুহাম্মাদ মাঝু, সংখ্যালাঘু বিষয়ক সম্পাদক সাংবাদিক মুহাম্মদ জুবাইর, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা: এস.এম ইসমাঈল, সহ-প্রচার সম্পাদক মুহাম্মাদ সেলিম উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক, সহপ্রশিক্ষণ সম্পাদক-মুফতি মুহাম্মাদ মুরশেদ কারীমি, সদস্য ও হুফ্ফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জামালুদ্দিন তাওহীদ, সদস্য হাফেজ মাওলানা শফিউল আলম, মাওলানা শামশুল হক আজিজী ও মাওলানা আসাদ উল্লাহ রহমানী প্রমুখ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ সকল প্রশাসন, আইনশৃংখলা বাহিনীর সাথে যোগাযোগ ও সামজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ, জেলা ও উপজেলা পর্যায়ের সাবেক বর্তমান নেতৃবৃন্দের সাথে যোগাযোগ এবং উপজেলা কমিটি সহ সকল অঙ্গসংগঠনের সদস্য, কর্মীদের দক্ষ প্রশিক্ষিত সংগঠক হিসেবে গড়ে তুলার পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হয়। স্বস্ব বিভাগীয় দায়িত্বশীলদের উপর অর্পিত দায়িত্বের জবাবদিহিতা সহ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত