শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নবাবগঞ্জে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন জামায়াত নেতাকে ‘কলিজা ছিঁড়ে’ফেলার হুমকি, উপজেলা বিএনপির আহ্বায়ককে শোকজ। গোপালগঞ্জে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক দলের রালী ও পথসভা বোয়ালমারী উপজেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন নওগাঁয় ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক আকরাম আটক “মে দিবস দিচ্ছে ডাক – বৈষম্য মুক্তি পাক “ মেহেরপুরে জেলা বিএনপির মহান মে দিবসে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাগেশ্বরীতে ইসলামী শ্রমিক আন্দোলনের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

হাফেজ মোঃ আরিফুল ইসলাম, স্ট্যাফ রিপোর্টার: আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা উত্তর শাখার উদ্যোগে নাগেশ্বরীতে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শতাধিক শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় পরিণত হয়।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা উত্তর শাখার সভাপতি, শ্রমিক নেতা জি এম এম আনছার আলী রয়েল বক্তব্য রাখেন। তিনি বলেন, “আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাস বহন করে। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।”

২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ হারিসুল বারি রনি বক্তব্যে বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় শ্রমজীবী মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মুফতী এস এম মনিরুজ্জামান বক্তব্য রাখেন। তিনি বলেন, “যদি বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণ নিয়ে কেউ আন্তরিকভাবে ভাবেন, তবে তিনি হলেন পীর সাহেব চরমোনাই। ২০২৪ সালের অভ্যুত্থানে তিনি ভূমিকা রাখলেও, অনেকে ওনাকে ‘মাইনাস’ করতে চায়। কিন্তু মনে রাখতে হবে, পীর সাহেব চরমোনাইকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না। তাকে বাদ দিলে দেশের প্রতিটি গ্রামে, মহল্লায় প্রতিরোধের দুর্গ গড়ে উঠবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানার ইসলামী আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত