বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দামুড়হুদা জয়রামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু অফিস থেকে ফেরা হলো না আর বাড়ি। কালিয়াকৈরে বসতবাড়িতে ডাকাতি টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট  হত্যাসহ একাধিক মামলায় আদালতে সাবেক এমপি মমতাজ বেগম শেরপুরের শ্রীবরদীতে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান রূপগঞ্জে কোরবানীর পশুর পরিচর্চায় ব্যস্ত খামারি চাহিদার তুলনায় পশুর সংখ্যা বেশি মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: অংশ নেন ২৭৪ প্রার্থী বিবিডিএন-এর সহায়তায় দিনাজপুরে কর্মসংস্থানের সুযোগ পেলেন প্রতিবন্ধী ব্যক্তিরা ডিসির স্বাক্ষর জাল: কক্সবাজারে ভূয়া সাংবাদিক আটক নোয়াখালীতে পুরনো কবর ভেঁকু দিয়ে খুঁড়ে নতুন মসজিদ নির্মাণে দ্বন্দ্ব

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা চট্টগ্রামে মহাসড়ক অবরোধে অচল চট্টগ্রাম

শিক্ষার্থীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। একই সঙ্গে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ১০ টা দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন।

এবং তারা অভিযোগ করেন, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেছেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করছি। কিন্তু আমাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। এতে আমাদের চার পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন।

সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ যে হামলা করেছে তার প্রতিবাদে এবং কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে আমরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছিলাম।

একপর্যায়ে বেলা ১১টার দিকে আমরা রেলপথ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করি। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে চার পাঁচ জন শিক্ষার্থী আহত হন। তারা আইআইইউসির মেডিকেলে চিকিৎসাধীন আছে।

আইআইইউসির এক শিক্ষার্থী বলেন, আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করছিলাম, হঠাৎ আমাদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, কুমিরা এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দুটি ট্রেন আটকা পড়েছে।

বারআউলিয়া হাইওয়ে পুলিশের ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, মঙ্গলবার সকাল ১০ থেকে ছাত্ররা মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন করেন। তবে কোনো গাড়ি ভাঙচুর করেনি তারা।

সংবাদটি শেয়ার করুন :

১০

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত