সোমবার, ০৫ মে ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ভূরুঙ্গামারীতে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন মেহেরপুর জেলা ও দায়রা জজের যোগদান করলেন মোঃ এস এম নাসিম রেজা নওগাঁ আওয়ামীলীগের পরিত্যক্ত পাটি অফিসে চুরি করতে এসে দেলোয়ার নামে এক যুবকের মৃত্যু!!! নওগাঁয় প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি; ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পঞ্চগড় সদরে বিএনপির সভাপতি আবু দাউদ সম্পাদক মাহফুজুর রহমান গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে নবাবগঞ্জে বাইসাইকেল, সেলাইমেশিন ও হুইল চেয়ার বিতরণ ফুলবাড়ীতে নিত্যপণ্য সামগ্রীসহ হাঁস,মুরগির দাম বৃদ্ধি,বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের।

কক্সবাজার মহেশখালী থেকে পাচার অস্ত্র ও মাইক্রোবাসসহ আটক ২

 

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড় কে শুক্রবার (২ মে) বিকাল ৪টার
চেকপোস্টে তল্লাশি চালিয়ে নোয়াখালী অভিমুখী একটি মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দুইজন অস্ত্র ব্যবসায়ীক আটকসহ তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসে জব্দ করা হয়েছে।

শুক্রবার (২ মে) বিকাল ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া বাজারে আগে থেকে বসানো চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি মাইক্রোবাস থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে ০৬টি শ্যুটার গান, ০১টি দেশীয় তৈরী রাইফেল ও ০১টি এক নলা বন্ধুক।

আটককৃত আসামিরা হলেন, বরিশাল জেলার বিমানবন্দর থানার ইছাকাঠি ইউনিয়নের কাঞ্চন ঢালির ছেলে মো. মনির হোসেন (৪৫) ও নোয়াখালী চাটখিল থানার রাম নারায়ন ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে মো. মনির হোসেন।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় কক্সবাজারের মহেশখালী থেকে একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ অস্ত্র চট্টগ্রামে আনা হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ মহেশখালী থেকে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা ও

মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।
একপর্যায়ে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ে এসে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় তারা আটক হয়।
আটকের পরে প্রাথমিক জিজ্ঞাবাদে তারা জানায়, অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্য নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছিল।

আটককৃতদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনের মামলা করা হয়েছে। আগামীকাল তাদের কারাগারে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত