রবিবার, ১৮ মে ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
১৭/০৫/২০২৫ ইং শনিবার
চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজ শনিবার (১৭ মে) দুপুরে চুয়াডাঙ্গা পৌর শহরের মডেল মসজিদ ও জেলা স্টেডিয়াম মাঠ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় । পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষক প্রতিনিধিরা ।
আন্দোলনে অংশ নেন শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি হাফজ মাওলানা লোকমান হোসেন ( চুয়াডাঙ্গা জেলা) মোঃ আবু হাসেম সহ সভাপতি চুয়াডাঙ্গা জেলা, মোঃ সানোয়ার হোসেন সহসভাপতি দামুড়হুদা মোঃ গোলাম মহিউদ্দীন কেন্দ্রীয় সহ সভাপতি হাউলী ইউপি। সুপারভাইজার মারিয়ম মাহবুবা সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকরা।
শিক্ষকরা জানান, পাঁচ মাস ধরে বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া তাদের চাকরি স্থায়ীকরণ, রাজস্ব খাতে অন্তর্ভুক্তি, ঈদুল ফিতর ও ঈদুল আজহার বোনাস প্রদান এবং বর্তমান ৫ হাজার টাকা মাসিক বেতন বাড়িয়ে ১৫ হাজার টাকায় উন্নীত করার দাবিতে এ কর্মসূচি পালন করছেন।
তারা আরও জানান, দীর্ঘদিন ধরে অত্যন্ত অল্প বেতনে দায়িত্ব পালন করলেও তাদের দাবি-দাওয়া মানা হচ্ছে না । তাই দাবি আদায় না হওয়া পযর্ন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা শিক্ষক নেতারা