শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ টুঙ্গিপাড়ায় অপহরণ চক্রের মূল হোতাসহ একাধিক মামলার দুই আসামি গ্রেফতার রূপগঞ্জে মহাসড়ক বন্ধ করে গণধিকার পরিষদের সমাবেশের আয়োজন : ভোগান্তিতে দুরপাল্লার যাত্রীরা জয়পুরহাটে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। জেলা আদালত প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়। খুলনায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার। বালিয়াডাঙ্গীতে মোটরবাইক চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোরকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান । টাংগুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত,,টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি গাইবান্ধায় ছাত্রনেতা জীম হত্যা চেষ্টা|| সাবেক ৬ এমপিসহ ৮৫ জনের নামে মামলা ১২০৫ লিটার চোলাই মদ সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ড্রেনের পানি ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১ জন ।

 

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ড্রেনের পানি ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন আহত হয়েছেন। বুধবার (২১ মে ) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং– পাড়িয়া ইউনিয়নের দক্ষিণ পাড়িয়া বঙ্গভিটা গ্রামে এই ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত গফফর আলী বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, (২১ মে ) বুধবার সকালে ড্রেনের পানি ফেলাকে কেন্দ্র করে বঙ্গভিটা গ্রামের গফফর আলীর সঙ্গে একই গ্রামের রহিম উদ্দিন ও হাসিনা বেগম,কালু , মামুন এর লোকজনের কথা কাটাকাটি হয়। তাঁর আগে ড্রেনের পানি ফেলাকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে বাক বিতণ্ডা বাঁধে। এর জেরে ২১ মে বুধবার সকালে কথা কাটাকাটি হয়লে গফফার আলীর , সঙ্গে রহিম উদ্দিন, হাসিনা বেগম, কালু, মামুন এর পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি থেকে ২ পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গফফার আলী গুরুত্বর আহত হন। এই বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ওকত আলী বলেন ড্রেনের পানি ফেলাকে কেন্দ্র করে ২ পক্ষের লোকজনের সংঘর্ষের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত