শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ। ঈদগাঁওতে শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন র‍্যাবের অভিযানে অটো চালক হত্যা মামলার মূলহোতাসহ গ্রেফতার-৪ নবাবগঞ্জে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন জামায়াত নেতাকে ‘কলিজা ছিঁড়ে’ফেলার হুমকি, উপজেলা বিএনপির আহ্বায়ককে শোকজ। গোপালগঞ্জে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন

” ঢাকা সাভার আশুলিয়ায় খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেফতর “

 

রাজ রোস্তম আলী :
ফেসবুকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এবাদুল ইসলাম ফরিদী নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তাকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (৭ এপ্রিল) রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ঢাকা সাভার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রাহিমের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টে গত ৫ এপ্রিল ইমাম এবাদুল তার ফেসবুক আইডি থেকে একটি কমেন্ট করেন। যা অত্যন্ত কুরুচিপূর্ণ। এতে দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এর জেরে ঢাকা আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন আতাউর। পরে পুলিশ অভিযান চালিয়ে বরিশাল থেকে অভিযুক্ত ওই ইমামকে গ্রেফতার করে।

থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, গ্রেফতারের পর অভিযুক্ত ওই ইমামকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত