শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন দিনাজপুর ওর্য়াল্ড ভিশন’র উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কুড়িগ্রামে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিল্টন সমাদ্দার ও স্ত্রীকে কারাগারে প্রেরণের আদেশ গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন সামগ্রী বিতরণ রংপুরের হোটেল তিলোত্তমা থেকে ২ নারীসহ অভিযুক্ত ৬ জন গ্রেফতার গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার নোয়াখালীতে ২১দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন এসপিজিআরসি রংপুরের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বরণে মিলাদ মাহফিল দিনাজপুরে হরিমনি দেব্যা কর্তৃক প্রতিষ্ঠিত কাউগাঁ রাজাপুকুরে সত্য নারায়ন পূজা অনুষ্ঠিত

দিনাজপুর চিরিরবন্দরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত 

 

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

রক্ত দিন জীবন বাঁচান এই স্লোগানে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ঘন্টাঘর বাজারে অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। ইমার্জেন্সি রেসপন্স টিম এর উদ্যোগে ঘন্টাঘর বাজারের পোস্ট অফিসের সামনে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৬ মে ) সকাল ৯টায় ঘন্টাঘর বাজারের পোস্ট অফিসের সামনে এ ক্যাম্পেইন চলে বিকেল ৫টা পর্যন্ত। এ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহ প্রদানে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে রক্তের গ্রুপ জানতে আসা জিকরুল জানান, এটি মহৎ উদ্যোগ। আমিও রক্ত দানে ইচ্ছুক। এ জন্য রক্তের গ্রুপ নির্ণয় করে রাখছি।

এ ব্যাপারে ইমারজেন্সি রেসপন্স টিমের সভাপতি বলেন, মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে রক্তের গ্রুপ নির্ণয়ে সময় ক্ষেপণ হয়। রক্তের গ্রুপ জানা থাকলে রোগীকে জরুরিভাবে রক্ত দিয়ে জীবন বাঁচানো সম্ভব। তাই এসব চিন্তা থেকেই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা। ইআরটি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। ভবিষ্যতে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এধরনের কাজ অব্যাহত থাকবে।

ব্লাড গ্রুপিং ক্যাম্পে মেডিকেল টেকনোলজিষ্ট হিসেবে উপস্থিত ছিলেন মোঃ লুৎফর রহমান, রোজিনা পারভীন,আশরাফী সুলতানা, স্বপ্না আক্তার এবং ইসতাকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত