মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সাংবাদিক শেখ হারণের মাসহ সম্প্রতি ইমামসহ তিন জনের মাগফিরাত কামনায় দোয়া -মাহফিল অনুষ্ঠিত সাভারে মাথায় গুলি করে রং মিস্ত্রিকে হত্যা  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় গাইড বই বাণিজ্যের অভিযোগ, জড়িত শিক্ষকদের শাস্তি দাবি ! গোবিন্দগঞ্জে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন। ভালুকায় শিশু যৌন পাচার প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুর বাংলা স্কুল শিক্ষকদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত মহেশখালীর শাপলাপুর বন বিভাগের আগুনে পুড়ছে পানের বরজসহ বহু গাছপালা নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন

দিনাজপুর জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৩ মে বগুড়ায় “কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা, নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার ও ২৪ মে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে জেলা ছাত্রদলের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৯ মে ২০২৫) বিকেল ৪টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি
সাঈদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মোঃ সোহেল রানা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আবুজার সেতু’র সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরিজার রহমান তপু, সহ-সভাপতি সাদিব বিন গোলাম নাসের, মোঃ শাহজাহান রহমান, মোঃ গুলজার হোসেন গোলাপ, যুগ্ম সম্পাদক মোঃ শাহিন, মোঃ নুর নবী ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ শাহজালাল, প্রচার সম্পাদক মোঃ নয়ন, দিনাজপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব মোঃ সোহানুর রহমান সোহান প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাঈদ আহমেদ বলেন, আমরা ফ্যাসিস্ট থেকে মুক্ত হতে পারলেও এখনো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারিনি। মানুষের ভোটের অধিকার প্রকিষ্ঠার জন্যই বগুড়ায় বগুড়ায় সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এই দুইটি অনুষ্ঠান সফল করতে সব তিনি ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
প্রস্তুতি সভায় দিনাজপুর জেলা ছাত্রদলের ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ২২টি ইউনিটসহ বিভিন্ন কলেজ ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও সদস্যসচিবগণ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত