শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক দলের রালী ও পথসভা বোয়ালমারী উপজেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন নওগাঁয় ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক আকরাম আটক “মে দিবস দিচ্ছে ডাক – বৈষম্য মুক্তি পাক “ মেহেরপুরে জেলা বিএনপির মহান মে দিবসে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত সড়ক, ১০ গ্রামের মানুষের চলাচল বন্ধের উপক্রম রাজারহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত নওগাঁসহ সারাদেশে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

দিনাজপুরে ‘আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষ্যে মোবাইল কোর্টে জরিমানা আদায়

 

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

”আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৫” উদযাপন উপলক্ষ্যে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় ৩০ এপ্রিল -২০২৫ বুধবার দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দীন এবং অভ্র জ্যোতি বড়াল এর নেতৃত্বে দিনাজপুর মেডিকেল মোড় এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ০৩ টি পিকআপ এর মালিকের নিকট হতে =১,০০০/- (এক হাজার) টাকা করে মোট =৩,০০০/-(তিন হাজার) জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ০৬ টি হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক প্রভাতি রানী। দিনাজপুর জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত