বুধবার, ২১ মে ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করতে দিনাজপুরে এক সচেতনতামূলক এডভোকেসি কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার (২০ মে ২০২৫) সকালে শহরের গ্র্যান্ড নূর হোটেলের সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘প্রগ্রেস’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সহযোগিতা করে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। বাস্তবায়ন করে দিনাজপুরের ‘উত্তরণ প্রতিবন্ধী সংস্থা’।
কর্মশালায় সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি ছাড়াও অংশ নেন বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা। মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মজীবনে অন্তর্ভুক্ত করা ও তাদের জন্য টেকসই উন্নয়নের সুযোগ তৈরি করা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিটি মানুষ—যে কোনো ধরনের শারীরিক সক্ষমতা থাকুক না কেন—উৎপাদনশীল শ্রমশক্তি হিসেবে অবদান রাখতে পারে। প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত প্রশিক্ষণ, সহায়ক পরিবেশ ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে তারা সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত হয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
কর্মশালায় আরও জানানো হয়, প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন অনুযায়ী কর্মসংস্থানে তাদের জন্য ন্যায্য অংশ নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্ব। এ লক্ষ্য বাস্তবায়নে ‘বিবিডিএন’ দীর্ঘদিন ধরে ব্যবসায়ী মহলের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা কাজে লাগিয়ে তাদের আত্মনির্ভরশীল করতে এই ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করা প্রয়োজন বলে মত দেন আলোচকরা।