মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
উপজেলা প্রতিনিধি,নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দুপুর তিনটায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান,
জেলার উপর দিয়ে বহমান মাঝারি মানের তাপদাহটি অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, জেলায় আজ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর ১২ টায় তাপমাত্রা নির্ণয় করা হয়েছে ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ শতাংশ।