বুধবার, ২১ মে ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সীমান্তবর্তী শেরপুরে হাতীর আক্রমণে যুবকের মৃত্যু ভালুকার মল্লিকবাড়ী বটগাছের ছায়াতলে নরসুন্দরদের হাট রংপুরে অটো চালক শাওন হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেফতার পাইকগাছায় সাবেক কাউন্সিল কবিতা-র সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করেছে প্রতিপক্ষ জাকির হোসেন।। দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রংপুর বিএসটিআই’র উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কুড়িগ্রামে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা, ৫ জনের কারাদণ্ড মেহেরপুরে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাজনগর ও কুলাউড়ার দুই ওসি প্রত্যাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু !

দৈনিক দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি আবু সাঈদের প্রিয় বাবা আলহাজ্ব মোহাম্মদ হোসেন আর নেই

এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ দৈনিক দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি আবু সাঈদের প্রিয় বাবা, রায়গঞ্জ হাই স্কুলের সাবেক শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টার  আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টার একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি দীর্ঘদিন ধরে রায়গঞ্জ হাই স্কুলে শিক্ষকতা করেছেন এবং শিক্ষাক্ষেত্রে তার অমূল্য অবদান রেখেছেন। তিনি দেওয়ানের খামার ও বাবুরহাট (চরভূরুঙ্গামারী) এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষক সমাজ, শিক্ষার্থীরা, সহকর্মী এবং এলাকার জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টারের ছেলে আবু সাঈদ বাবু, যিনি দৈনিক দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে ওই ইউনিটির সক্রিয় সদস্য, তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আজ বাদ আসর (৪ ঘটিকার সময়) তাঁর নিজ বাসভবন, দেওয়ানের খামারে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য তাঁর মরদেহ নেওয়া হবে।

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শোক প্রকাশ:

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল সদস্য মরহুম আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। ইউনিটির পক্ষ থেকে জানানো হয়, “আমরা একজন বরেণ্য শিক্ষক ও সৎ মানুষকে হারালাম, যিনি শুধু শিক্ষাক্ষেত্রে নয়, তাঁর চরিত্র এবং নৈতিকতার মাধ্যমে আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টার একজন ধার্মিক, সৎ ও আস্থাভাজন ব্যক্তি ছিলেন। তাঁর শিষ্যরা তাকে সর্বদাই শ্রদ্ধার চোখে দেখতেন। তার অবদান চিরকাল মনে রাখা হবে।

তাঁর মৃত্যুতে পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে। আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টারের আত্মার শান্তি কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত