বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
দেশকে অস্থির করে তুলতে পরাজিত শক্তি কখনো
হিন্দু ও কখনো আনসার সেজে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ
শিক্ষার্থীদের ওপর আনসার বাহিনীর সদস্যদের হামলা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। হামলায় জড়িত আনসার বাহিনীর সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং আহত শিক্ষার্থী-সাংবাদিকদের সুচিকিৎসার ব্যবস্থার দাবি জানান নেতৃদ্বয়।
আজ সোমবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার একটি অস্থির সময়ে দেশের হাল ধরেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে ৫ আগস্টের পরাজিত শক্তি কখনো হিন্দু, কখনো আনসার সেজে চক্রান্ত করছে। তারা বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা। আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাকর্মীরাও আত্মগোপনে রয়েছে। যারা গত ১৬ বছর ধরে দেশের মানুষের ওপর নানা জুলুম-অত্যাচার করেছেন। স্বৈরাচারের পতন হলেও প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসর ও প্রেতাত্মা এখনো রয়ে গেছে।
নেতৃদ্বয় আরও বলেন, দেশকে অস্থির ও বর্তমান সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিতে অশুভ ও পরাজিত শক্তিগুলো কাজ করছে। তারা সম্মিলিতভাবে সকল ষড়যন্ত্র রুখে দিতে আহ্বান জানান। তারা বলেন, দেশের মানুষ যখন বন্যা কবলিত মানুষ নিয়ে ব্যস্ত এবং বন্যার্ত মানুষের সহযোগিতা প্রাণখুলে কাজ করছে, ঠিক সে মুহুর্তে আনসারদের দিয়ে পরাজিত শক্তি দেশকে অকার্যকর করার চক্রান্তে মেতে উঠেছে। নেতৃদ্বয় গ্রেফতারকৃত আনসারদের রিমান্ডে নিয়ে তাদের পিছনের শক্তিগুলো চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান।