বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার
ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ আদালতে বিতর্কিত মন্তব্য করে বলেছেন, “আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় ৬ বছর ধরে চাকরি থেকে বঞ্চিত ছিলাম।” মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে তাকে ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়।
উত্তরা পশ্চিম থানার পুলিশ তাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চাইলেও আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে তুরিন আফরোজ বলেন, “আমাকে ১০ দিন নয়, ২০ দিনের রিমান্ড দিন। আমি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলাম না।”
তিনি আরও দাবি করেন, “আমি গত ৪ বছর মিডিয়ায় কিছু বলিনি বা লিখিনি। আমার টিউমার অপারেশন হয়েছে, ডাক্তারি রিপোর্ট দেব।” রাষ্ট্রপক্ষে পিপি ওমর ফারুক ফারুকীর জোরালো দাবির পর আদালত রিমান্ড মঞ্জুর করেন।