বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মাদক সেবনের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কার দুদকের চোখে চৌদ্দগ্রামের সড়ক প্রকল্প: ১.৬৮ কোটি টাকার উন্নয়ন কাজ ঘিরে দায়মুক্ত দুর্নীতির আলামত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে এনসিপির ঘোষিত সমাবেশ শুক্রবার বায়তুল মোকাররমে সিংড়ায় ধানবোঝাই ট্রাকে চাঁদাবাজি : সেনাবাহিনীর অভিযানে হাতেনাতে আটক বিএনপি নেতা জয়নালসহ তিনজন গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম কক্সবাজার টেকনাফ শিশু ধর্ষণে অভিযুক্ত আসামী আটক। র‌্যাব-১৩’র অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধার-গ্রেফতার-১ কমলনগর(এলজিইডি)অফিসে দুদকের অভিযান নওগাঁয় প্রায় ৩৫ টি পরিবারের লোকজনের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রতিকারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা আটক ৩, থানায় মামলা

বগুড়া শেরপুরে মাদ্রাসা শিক্ষিকার রহস্যজনক মৃত্তু।

বগুড়া শেরপুরে মাদ্রাসা শিক্ষিকার আত্মহত্যা।

মোস্তফা আল মাসুদ,বগুড়া জেলা প্রতিনিধি।

বগুড়া শেরপুরে মাহমুদা বেগম (৪০) নামে এক নারী শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা লাশ ময়না তদন্তের জন্য ১২ এপ্রিল শনিবার সকাল সাড়ে দশটায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাহমুদা বেগম পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার রোকনপুর আলিম মাদ্রাসার সহকারী মৌলভি শিক্ষক। তার স্বামী সোহেল রানা (৪৩)। তিনিও শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার প্রভাষক লাইব্রেরিয়ান পদে চাকরি করেন। এই দম্পতির রয়েছে এক ছেলে এক মেয়ে। শহরের রামচন্দ্রপুর পাড়া মহল্লার জনৈক আব্দুস সালামের বাড়িতে তারা ভাড়া থাকতেন।

শেরপুর থানার এসআই আমিরুল ইসলাম বলেন, মাহমুদা বেগম গতকাল শুক্রবার রাত বারোটার পর থেকে ভোর সাড়ে চারটার মধ্যে যেকোনো সময় বাড়ির সকলের অগোচরে ডাইনিং রুমের জানালার গ্রিলে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আত্মহত্যা করেছে। এই মৃত্যুর ঘটনায় নিহত মাহমুদার ভাই মাহবুবর রহমান থানার লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশটি উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এই মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। এই মৃত্যু নিয়ে নিহত মাহমুদার বাবার বাড়ি এবং তার স্বামী সোহেল রানা সঠিক কোন কারণ জানাতে পারেনি।

জানা গেছে শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর গ্রামে মাহমুদার বাবার বাড়ি। অপরদিকে সোহেল রানার বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। চাকুরীর কারণে এই দম্পতি শেরপুর শহরের রামচন্দ্রপুর পাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

এই মৃত্যু নিয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর নিহতের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে। এই আত্মহত্যার মূল কারণ কি তা উদঘাটনে পুলিশি অনুসন্ধান শুরু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত