বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দামুড়হুদা জয়রামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু অফিস থেকে ফেরা হলো না আর বাড়ি। কালিয়াকৈরে বসতবাড়িতে ডাকাতি টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট  হত্যাসহ একাধিক মামলায় আদালতে সাবেক এমপি মমতাজ বেগম শেরপুরের শ্রীবরদীতে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান রূপগঞ্জে কোরবানীর পশুর পরিচর্চায় ব্যস্ত খামারি চাহিদার তুলনায় পশুর সংখ্যা বেশি মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: অংশ নেন ২৭৪ প্রার্থী বিবিডিএন-এর সহায়তায় দিনাজপুরে কর্মসংস্থানের সুযোগ পেলেন প্রতিবন্ধী ব্যক্তিরা ডিসির স্বাক্ষর জাল: কক্সবাজারে ভূয়া সাংবাদিক আটক নোয়াখালীতে পুরনো কবর ভেঁকু দিয়ে খুঁড়ে নতুন মসজিদ নির্মাণে দ্বন্দ্ব

বাকশীমুল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি ঘোষণা: সভাপতি জসিমউদ্দীন, সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ

 

স্টাফ রিপোর্টার: মোঃ শাহজাহান বাশার

বুড়িচং উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন বাকশীমুল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি সম্প্রতি এক উৎসবমুখর পরিবেশে ঘোষণা করা হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ও প্রাণের সঞ্চার ঘটলো বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুস সাত্তার সাহেবের জ্যেষ্ঠ সন্তান জনাব জসিমউদ্দীন। তাঁর রাজনৈতিক বিচক্ষণতা, অভিজ্ঞতা ও জনপ্রিয়তা দলের মধ্যে নেতৃত্ব ও একতা ফিরিয়ে আনবে বলে নেতাকর্মীরা আশা করছেন। দীর্ঘদিন ধরে তিনি দলের পাশে থেকে কাজ করে আসছেন এবং মাঠপর্যায়ের রাজনীতিতে তাঁর অবদান প্রশংসনীয়।

অন্যদিকে, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আজ্ঞাপুর গ্রামের কৃতি সন্তান, উদীয়মান নেতা মোঃ এমদাদুল হক পলাশ। ছাত্রজীবন থেকে রাজনীতিতে যুক্ত থেকে তিনি প্রগতিশীল ও গণমুখী চিন্তাধারায় বিশ্বাসী হয়ে বিএনপির আদর্শকে অনুসরণ করে রাজপথে সক্রিয় ছিলেন। তরুণ নেতৃত্ব হিসেবে তার প্রতি রয়েছে বিপুল আস্থা।

এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপির সম্মানিত নেতা জনাব ওয়াসিম সাহেব, বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব এটিএম মিজানুর রহমান, এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজি জসিম উদ্দিন।

এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক নেতা-কর্মী, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা এবং বিপুলসংখ্যক গণমানুষ। এ সময় তারা নতুন কমিটির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বক্তব্যে প্রতিশ্রুতি ও আহ্বান ,সভাপতি জসিমউদ্দীন বলেন, “আমি বাকশীমুলবাসীর আস্থা ও ভালোবাসার প্রতি চিরকৃতজ্ঞ। আপনাদের সহযোগিতায় আমরা একটি শক্তিশালী, সংগঠিত ও জনগণের পক্ষে কথা বলার মত নেতৃত্ব প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।”

সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ বলেন,“এই দায়িত্বকে আমি শুধু সম্মানের নয়, একটি পবিত্র আমানত হিসেবে গ্রহণ করছি। আমাদের লক্ষ্য হবে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করা।”

নতুন কমিটি অচিরেই বাকশীমুল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে তৃণমূলে নতুন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে। দলীয় কাঠামোকে নতুনভাবে ঢেলে সাজিয়ে প্রতিটি স্তরে নেতৃত্বের বিকাশ ঘটানোই হবে তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে সকল নেতা-কর্মীদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে বিশেষ কর্মসূচিও নেওয়া হবে।

বাকশীমুল ইউনিয়ন বিএনপির এই নবগঠিত কমিটি শুধু একটি আনুষ্ঠানিক রদবদল নয়, বরং এটি একটি নতুন সময়ের যাত্রা। যেখানে প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণদের প্রজ্ঞা একত্রিত হয়ে গড়ে উঠবে একটি শক্তিশালী, জনবান্ধব ও প্রতিশ্রুতিশীল সংগঠন। উপস্থিত নেতা-কর্মীদের মুখে ছিল আশার কথা—“এই নেতৃত্বে বাকশীমুল বিএনপি ফিরবে তার হারানো গৌরবে।”

সংবাদটি শেয়ার করুন :

১০

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত