সোমবার, ০৫ মে ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামের রৌমারীতে টাকা গুনে ঘুষ নেয়া তসিলদারের ভিডিও ভাইরাল চাঁপাইনবাবগঞ্জে সুইজারল্যান্ডের এম্বাসি কোরিন থেভজ নাগরিক প্ল্যাটফর্মের কার্যক্রম ভিজিট  নোয়াখালীতে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ দামুড়হুদা সদরের তেল পাম্প মালিক শাহজাহান আলী গ্রেফতার। সীমান্ত হতে ০১ জন আসামীসহ ০২ কেজি ভারতীয় হেরোইন ও মোটরসাইকেল আটক বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে গরিব ও প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল মহেশখালী সমলয় শস্য প্রদর্শনী, কম্বাইন্ড হারভেস্টার এর মাধ্যমে ধান কর্তন শুরু ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ভূরুঙ্গামারীতে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে

 

আব্দুল মতিন মুন্সী ( বোয়ালমারী, ফরিদপুর)

ফরিদপুর জেলার বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগরে ফলিয়ার বিলে জমি দখল ও ফসল নষ্ট করে জমি চাষ করার অভিযোগ পাওয়া গেছে। রামনগরের কামরুল শেখ ৪ জনের নাম উল্লেখ করে ১০/১২ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, রামনগর মৌজায় বিএস খতিয়ান নং ৫২২,দাগ নং ৪১৩, মোট ৪৭ শতাংশ জমির মধ্যে কামরুল গং সাড়ে ২৩ শতাংশ জমি ভোগ দখলে আছে এবং দীর্ঘদিন ধরে জমি চাষাবাদ করছে। কামরুল বলেন, কি কারণে, কোন বলে গত ১ মে বিকাল ৪ টার দিকে লক্ষিপুর গ্রামের বোয়ালমারী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক বাওয়ালী, বোয়ালমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সজল শেখ, মো. রশিদ মোল্যা ও মো. কবির মোল্যাসহ ১০/১২ জন লোক জোরপূর্বক আমাদের জমির পাট উঠায় ফেলে পাওয়ার টিলার দিয়ে চাষ করে। তিনি আরও বলেন, আমরা বাঁধা দিতে গেলে ১ নং আসামি ফারুক বাওয়ালী হুকুম দিয়ে বলে, শালাদের ধর এবং প্রানে মেরে ফেলা। তখন ২ নং আসমী সজলসহ সকলে আমাদের মেরে ফেলানোর জন্য বাঁশের লাঠি, রডসহ বিভিন্ন লাঠিসোটা নিয়ে আমাদের ধাওয়া করে। আমরা তখন দৌড়ে পালিয়ে কোন রকন জীবন বাচাই। পরে ২ মে থানায় একটি অভিযোগ দায়ের করি। তিনি আরও জানান,আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা বিএনপি করার জন্য বাড়ি ঘরে ঘুমাতে পারিনি। এখনও ফারুক বাওয়ালী গংরা কোন অপশক্তির জোরে মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না।
ফারুক বাওয়ালীকে কল দিলে তিনি বলেন, পরে আমি আপনাদের সাথে কথা বলব।
২ মে দুপুরে বোয়ালমারী থানার ডিউটি অফিসার বলেন, অভিযোগের কপি এখনো কোন দারোগার নিকট এন্ট্রি করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত