সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ভারত যাওয়ার সময় বেনাপোলে কেন্দ্রীয় যুবলীগ নেতা গ্রেফতার দিনাজপুর জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল হাতিয়ায় অস্ত্রসহ ৩ দুর্ধর্ষ ডাকাত আটক বগুড়ায় গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ কুড়িগ্রামে মোটরসাইকেলের‌ ধাক্কায় বৃদ্ধার মৃত্যু টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে রোহিঙ্গা পাচারকারী গুলিবিদ্ধ, পিস্তল-ইয়াবা উদ্ধার ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবন অবরোধ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি—ফেসবুকে মুখ খুললেন বিএনপি নেতা হাসনাত আবদুল্লাহ মানসিক রোগী, ৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে – না হলে কুমিল্লায় মিটিং-মিছিল বন্ধ”: হুঁশিয়ারি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার ট্রা‌ক-মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে প্রাণ গেল ৪ জনের

বোয়ালমারীর ময়না ইউনিয়নের বিলস্রারাইল গ্রামের জোরপূর্বক বাড়িঘর ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ

 

আব্দুল মতিন মুন্সী :

বোয়ালমারী, ফরিদপুর প্রতিনিধি

বোয়ালমারীতে জোরপূর্বক বাড়িঘর ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ উঠেছে মুরাদ ও ফুরাদের বিরুদ্ধে, জানা যায় উপজেলা ময়না ইউনিয়নের মৃত ইসমাইলের শেখের ছেলে মোহাম্মাদ শেখ ১৬ শতাংশ জমিতে প্রায় ৩০ বছর ঘরবাড়ি তুলে বসবাস করে আসছে।

এর ভিতরে ঐ জমি সালাম শেখ নামে আর একজন বিএস মিউটেশনে মালিক দাবি করে বৃহস্পতিবার ১৫ ই মে লোকজন এনে ঘরবাড়ি ভাঙচুর করে দখলে নিয়েছেন।

সরজমিনে গিয়ে জানা যায় ঘর ভেঙে টিন খুঁটি ও আসবাবপত্র অন্যএ সরিয়ে রেখেছেন। জমির মালিক মোহাম্মদ শেখ বলেন আমরা চার ভাই মিলে ২০০৩ সালে ২৭ শে মে জমির মূল মালিক আরজন শেখ এর কাছ থেকে ১২ শতাংশ এবং ভানুমতির কাছ থেকে ১৯৯৮ সালের ৭ই ডিসেম্বার, মাঠ থেকে ৭ শতাংশ এবং বাড়ির জমি থেকে ৪ শতাংশ জমি ক্রায় করে ভোগ দখল করে আসছি।

এই জমি নিয়ে অনেক আগে থেকে সালাম শেখ ঝামেলা করে আসছে। এর মধ্যে তার ছেলে মুরাদ শেখ সহ অন্যান্য লোক জন গত তিন দিন আগে আমাকে ও আমার ভাতিজাদের মারার জন্য খুজে বেড়াচ্ছে।

বাড়িতে মহিলারা বাদে আমরা পুরুষ লোক বহিরে থাকছি ওদের ভয়ে। এর মধ্যে শুনি বৃহস্পতিবার ১৫ই মে সকালে তারা লোকজন এনে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে জমি দখলে নিচ্ছেন।

তবে এই জমির রেকট সংশোধনী জন্য কোটে মামলা চলমান কিন্তুু এর মধ্যে তারা জোর পূর্বক দখল করে বসত বাড়ি রান্নাঘর গোয়াল ঘর ভাংচুর করে আমাদের নগদ টাকা সহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল ধংস করেছে তারা। আমরা এর সঠিক বিচার চাই, সেই সাথে আমাদের পরিবারগুলো অনিরাপদ অবস্থায় রয়েছে।

অপর দিকে রেকডিও মূলের মালিক সালাম শেখ বলেন ১২ শতাংশ জমি আমার নামে রেকর্ড হয়েছে এই জমি আজিজ মিলিটারির ছিল। আমরা তাদের কাছ থেকে এয়াজ বদল করি, আমরা দশ শতাংশ জমি দিয়ে ১২ শতাংশ জমি নিয়েছি যা দীর্ঘদিন মুহাম্মদরা ৪ ভাই ভোগ দখল করে এসেছে এই জমি গ্রামীরা তাদের ঘরবাড়ি ভাঙচুর করে ফাঁকা করে দিয়েছে।

বোয়ালমারী থানা ইনচার্জ বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত