বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা ও র‍্যফেল ড্র অনুষ্ঠিত গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার 

মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মানববন্ধন

 

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, একইসঙ্গে ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার ২৯ এপ্রিল-২০২৫ দুপুর দুইটার দিকে মেহেরপুর জেলা আইনজীবী ভবন প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়,মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনের নেতৃত্বে মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব ও মেহেরপুর জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট মোখলেসুর রহমান খান স্বপন, অ্যাডভোকেট আসাদুজ্জামান খোকন, মানববন্ধনে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি সাইদুর রাজ্জাক, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, এহান উদ্দিন মনা, আবু সালে মোঃ নাসিম, সাহেব আলী, মীর আলমগীর হোসেন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হক দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংস করেছেন,তিনি ন্যায়বিচার না করে বিচার বিভাগকে ধ্বংস করেছেন, নিষ্পত্তি হওয়া তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনাকে অবৈধ ক্ষমতা দখলের পথ তৈরি করে দিয়েছেন, নিরপেক্ষ নির্বাচন হলে হাসিনা ক্ষমতায় আসতে পারবে না জেনে খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছেন,এখনো দেশের উচ্চ ও নিম্ন আদালতে খায়রুল হকের দোসর রয়েছে। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত