বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন এলাকা হতে ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। ধৃত আসামী রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন শীতলগাড়ী গ্রামের জয়দুল ইসলাম এর ছেলে স্বপন মিয়া (২৮)।
বুধবার ২১ মে দুপুরে বাদীর দায়ের করা এজাহারের বরাত দিয়ে র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ জানুয়ারি ২০২৫ তারিখ বিকালে শাওন মিয়া (১৬) প্রতিদিনের ন্যায় তার অটো চার্জার মিশুক গাড়ী নিয়ে ভাড়ায় চালানোর জন্য মিঠাপুকুর থানাধীন শঠিবাড়ী স্ট্যান্ডে যায়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। শাওন ফিরে না আসায় তার বাবা ও মা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পায় না। পরদিন ০৬ জানুয়ারি শাওন এর পরিবার জানতে পারে যে,রংপুর জেলার কোতয়ালী থানাধীন সদ্যপুষ্করনী ইউনিয়নের ধাপেরহাট জানকি দিগর এলাকায় ১৫/১৬ বছরের একটি ছেলের মরদেহ পুকুর হতে উদ্ধার করে রংপুর জেলা কোতয়ালী থানা পুলিশ। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় উদ্ধারকৃত মরদেহটি নিখোঁজ অটো চালক শাওন মিয়ার। এ ঘটনায় ৭ জানুয়ারি নিহত শাওন মিয়ার মা বাদী হয়ে রংপুর জেলায় কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০২, তারিখ-০৭/০১/২০২৫ খ্রিঃ, ধারা- পেনাল কোড ১৮৬০ এর ৩০২/২০১/৩৭৯/৩৪)।
বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় খবর প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি র্যাব-১৩ সিপিএসসি’র নজরে আসলে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০ মে রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন শংকরপুর ঝাড়পাড়া এলাকা হতে ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন(শঠিবাড়ি) শালগাড়ী গ্রামের মকছেদ মিয়ার ছেলে রাছেল মিয়া (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। এর আগে গত ১৯ মে রাতে মিঠাপুকুর থানা এলাকা হতে স্বপন মিয়া নামে একজনকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ধৃত আসামী রাছেল মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###
আবুল হোসেন বাবলু,
রংপুর ব্যুরো,
০১৭১৩৬৩৬৯৪৩
২১/০৫/২০২৫